শেষ আপডেট: 18th December 2024 08:13
দ্য ওয়াল ব্যুরো : এ যেন এক রূপকথা। খেলার মাঠে বহু প্রত্যাবর্তনের কথাই শোনা যায়। কিন্তু, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল যা করে দেখাল, তা বাংলার ফুটবল সমর্থকরা অনেকদিন মনে রাখবে। প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি মশালবাহিনী। শেষপর্যন্ত ৪-২ গোলে তারা এই ম্য়াচে জয়লাভ করেছে। কিন্তু, কোন মন্ত্রে লাল-হলুদের এই ঘুমন্ত আগ্নেয়গিরিকে জাগালেন কোচ অস্কার ব্রুজোঁ? ম্যাচের শেষে সেকথাই ফাঁস করলেন তিনি।
মঙ্গলবারের এই ম্যাচে প্রথম ৪৫ মিনিট পঞ্জাবের দাপট দেখতে পাওয়া গেল। আসমির সুলজিচ এবং এজিকুয়েল ভিদালের গোলে তারা অ্যাডভান্টেজ নিয়ে মাঠ ছাড়ে। কিন্তু, দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ঝড় তোলে ইস্টবেঙ্গল। একের পর এক গোল করলেন হিজাজি মাহের, পিভি বিষ্ণু এবং ডেভিড লালনসাঙ্গা। ইতিমধ্যে পঞ্জাবের সুরেশ মেইতেই একটি আত্মঘাতী গোলও করেন।
ম্যাচের পর সকলেই অস্কার ব্রুজোঁকে প্রশ্ন করেন যে ড্রেসিংরুমে তিনি কী এমন পেপটক দিলেন, যাতে ধুঁকতে থাকা একটা দল সিংহবিক্রমে গর্জে উঠল? জবাবে লাল-হলুদের স্প্যানিশ কোচ বললেন, 'সত্যিটা হল, হাফটাইমে আমি যখন দলটার সঙ্গে কথা বলছিলাম, ওরা মানসিকভাবে অনেকটা মুষড়ে পড়েছিল। সেই মানসিকতাই আমি শুধুমাত্র একটু চাঙ্গা করার চেষ্টা করেছি। শুধু বলেছিলাম, ঘরের মাঠে হারের থেকে বেশি লজ্জা আর কিছু হতে পারে না। সমর্থকদের দিকে একবার তাকিয়ে দেখো। ওরাও তোমাদের জন্য় চিৎকার করছে না।'
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'এই কথা শোনার পরই সবকিছু বদলে গেল। এটা কোনও ট্যাকটিকাল সমস্যা ছিল না। কিংবা দলে বিদেশি ফুটবলার না থাকাও সমস্যার নয়। সমস্যাটা আসলে আমাদের বিশ্বাস এবং সাহসের মধ্যেই লুকিয়ে ছিল।'