শেষ আপডেট: 11th January 2025 20:57
দ্য ওয়াল ব্যুরো : ইতিমধ্যে জমে উঠেছে কলকাতা ডার্বি। ম্যাচের প্রথমার্ধে জেমি ম্যাকলারেনের গোলে মোহনবাগান সুপার জায়ান্ট ১-০ গোলে এগিয়ে রয়েছে। তবে এই ম্যাচের ফলাফল ইতিমধ্যে বদলে যেতেই পারত। প্রথমার্ধেই ১-১ গোলে সমতা ফেরাতে পারত লাল-হলুদ ব্রিগেড। কিন্তু, আপুইয়ার একটি নিশ্চিত হ্যান্ডবল রেফারির চোখ এড়িয়ে যায়। আর সেকারণে ইস্টবেঙ্গল সমর্থকরা ইতিমধ্যে ক্ষোভে ফেটে পড়েছেন।
ম্যাচের ৪৫+২ মিনিটে বলটা নিয়ে বক্সের মধ্যে প্রবেশ করেছিলেন পিভি বিষ্ণু। তিনি গোলমুখী একটা শট মেরেছিলেন। কিন্তু, বলটা স্পষ্টতই আপুইয়ার হাতে লাগে। কিন্তু, সেটা ম্য়াচ রেফারির চোখ এড়িয়ে যায়। তিনি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। রেফারির এই সিদ্ধান্ত লাল-হলুদ ফুটবলাররাও যারপরনাই হতাশ হয়ে পড়েন। যদি এই ম্য়াচের ফলাফল লাল-হলুদ ব্রিগেডের পক্ষে না যায়, তাহলে এই একটা সিদ্ধান্ত অবশ্যই ফ্যাক্টর হয়ে দাঁড়াবে।
কলকাতা ডার্বির শুরুতেই ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। গোল করেন মোহনবাগানের অজি তারকা জেমি ম্যাকলারেন। মাত্র ২ মিনিটে মেরিনার্সরা এগিয়ে যাওয়ার কারণে বাগান সমর্থকরা কার্যত উল্লাসে ফেটে পড়েছিলেন। বাগানের এই অস্ট্রেলিয়ান ফরোয়ার্ডকে পিছন থেকে থ্রু বল বাড়িয়েছিলেন আশিস রাই। হেক্টর ইউস্তের কাছে বলটা ক্লিয়ার করার কোনও সুযোগই ছিল না। ম্যাকলারেন ছোট্ট একটা টাচে লাল-হলুদ জালে জড়িয়ে দিলেন। তবে এখনও অনেকটাই খেলা বাকি রয়েছে। গত ৯ আইএসএল ডার্বির মধ্যে আটটাতেই জিতেছে মোহনবাগান। বাকী একটা ম্য়াচ ড্র হয়েছিল।
লিগ পর্যায়ের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। আপাতত তারা ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে, ইস্টবেঙ্গলের অবস্থা বেশ কঠিন। তারা ১৪ ম্যাচে মাত্র ১৪ পয়েন্টই সংগ্রহ করতে পেরেছে। গত ম্য়াচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে তারা ৩-২ গোলে পরাস্ত হয়েছে। এবার ডার্বির মহারণে কোন দলের মুখে শেষ হাসি দেখতে পাওয়া যায়, তারই অপেক্ষা করছে দুই দলের সমর্থকরা।