শেষ আপডেট: 26th October 2024 20:12
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের হাত ধরে ঘুরে দাঁড়াতে চাইছে ইস্টবেঙ্গল এফসি। শনিবার ভুটানের পারো এফসি-র বিরুদ্ধে তারা খেলতে নেমেছে। এই ম্য়াচটি থিম্পু স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। আর ম্যাচের আগে কড়া অনুশীলন করল লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গল দলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিনো জর্জের তত্ত্ববধানে ম্যাচ প্রস্তুতি নিল দল।
ম্যাচের আগে গা ঘামাল গোটা দল। ছিলেন মাদিহ তালাল, দিমি দিয়ামান্তাকোসরাও। প্রিয় ফুটবলারদের উজ্জ্বীবিত করার জন্য উপস্থিত হয়েছেন লাল-হলুদ সমর্থকরা। ম্য়াচ শুরু হওয়ার আগে থেকেই তাঁকা গ্যালারি থেকে চিৎকার করে ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করছিলেন।
গোলরক্ষক: প্রভসুখন গিল, দেবজিৎ মজুমদার, আদিত্য পাত্র।
ডিফেন্ডার: প্রভাত লাকড়া, আনোয়ার আলি, লালচুনুঙ্গা, মোহাম্মদ রাকিপ, হিজাজি মাহের, নিশু কুমার, গুরসিমরত গিল, হেক্টর ইউস্তে, মনোতোষ চাকলাদার।
মিডফিল্ডার: জিকসন সিং, মাদিহ তালাল, নন্দকুমার সেকার, সাউল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী, নাওরেম মহেশ সিং, নসিব রহমান, শ্যামল বেসরা, পিভি বিষ্ণু, সায়ন বন্দ্যোপাধ্যায়।
ফরোয়ার্ড: দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, ক্লেইটন সিলভা, ডেভিড লালনসাঙ্গা, জেসিন টিকে।