শেষ আপডেট: 1st January 2025 15:11
দ্য ওয়াল ব্যুরো : বছরের শুরুতেই দুঃসংবাদ পেলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। লাল-হলুদ ব্রিগেডের প্রাক্তন অধিনায়ক অলোক সাহা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বয়স হয়েছিল ৬৪ বছর। ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের ডিফেন্সে অন্যতম বড় ভরসা ছিলেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ফুটবল খেলার পাশাপাশি CESC-তে চাকরি করতেন অলোক সাহা। তবে চাকরি থেকে অবসর গ্রহণ করার পর থেকেই তিনি নার্ভের সমস্যায় ভুগতে শুরু করেন। গত তিন বছর তিনি বিছানায় শয্যাশায়ী ছিলেন। বুধবার ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পরিবারে রেখে গেলেন স্ত্রী এবং ছেলেকে। লাল-হলুদের এই প্রাক্তন অধিনায়কের স্মরণে বুধবার ক্লাবের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
প্রসঙ্গত, ১৯৮৩ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইস্টবেঙ্গল ডিফেন্সের অন্যতম ভরসা ছিলেন অলোক সাহা। ১৯৮৩ সালে ইস্টবেঙ্গলকে IFA শিল্ড এবং DCM টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করার পিছনে তাঁর বড় অবদান ছিল। পরের বছর অর্থাৎ ১৯৮৪ সালে শিল্ড এবং সঞ্জয় গান্ধী গোল্ড কাপে তিনি যে পারফরম্য়ান্স করেছিলেন, সেটা আজও লাল-হলুদ সমর্থকদের হৃদয়ে অক্ষত হয়ে রয়েছে।
পাশাপাশি ১৯৮৫ সালে কলম্বোয় অনুষ্ঠিত কোকাকোলা কাপে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করার পিছনে তাঁর বড় ভূমিকা ছিল। এছাড়া তিনি লাল-হলুদ জার্সিতে ফেডারেশন কাপ, দার্জিলিং গোল্ড কাপ, স্টাফোর্ড টুর্নামেন্ট, কলকাতা লিগ, এয়ারলাইন্স গোল্ড কাপ। ১৯৮৭ সালে তাঁকে মশালবাহিনীর অধিনায়কও করা হয়েছিল। ইস্টবেঙ্গলের পাশাপাশি তিনি বাংলার হয়ে সন্তোষ ট্রফিও খেলেছেন।