শেষ আপডেট: 19th January 2025 14:05
দ্য ওয়াল ব্যুরো : ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব যে আপাতত খোঁচা খাওয়া বাঘ, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। প্রথম ৬ ম্যাচে তারা হয়ত একটাও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। কিন্তু, পরের ৭ ম্যাচে তারা ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে। এই পরিস্থিতিতে রবিবাসরীয় (১৯ জানুয়ারি) সন্ধ্যায় তারা এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে। তবে লাল-হলুদ ব্রিগেডের কাছে এই চ্যালেঞ্জটা একেবারেই সহজ হবে না।
এখানে আরও একটা পরিসংখ্যান আপনাদের দিয়ে রাখা দরকার। ইস্টবেঙ্গল শেষ পাঁচটা ম্যাচের মধ্যে মাত্র দুটোতেই জয়লাভ করেছে। তবে আশঙ্কার বিষয়, গত ২ ম্যাচে তারা টানা হেরে গিয়েছে। এই পরিস্থিতিতে তারা গৌড়বাহিনীর বিরুদ্ধে কোন মন্ত্রে ঘুরে দাঁড়ায়, সেদিকেই আপাতত লাল-হলুদ সমর্থকরা তাকিয়ে রয়েছেন।
এফসি গোয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গলের মার্কশিট একেবারেই নজরকাড়া নয়। দুটো দলের মধ্যে মোট ৯ ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে হাফডজন ম্যাচে জয়লাভ করেছে গোয়া। দুটো ম্যাচ ড্র হয়েছে। আর ইস্টবেঙ্গলের শিকেতে ছিঁড়েছে মাত্র একটাই ম্যাচ। এমন একটা দলকে মোটিভেট করতে মশালবাহিনীর হেডস্যার অস্কার ব্রুজোঁকে যে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, তা নির্দ্বিধায় বলা যেতে পারে।
জওহরলাল নেহরু স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে এই ম্যাচ। তবে এই ম্যাচে খেলতে নামার আগে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ বললেন, 'লিগ টেবিলে ষষ্ঠ স্থানে দাঁড়িয়ে থাকা দলের থেকে আমরা ১০ পয়েন্ট পিছনে দাঁড়িয়ে রয়েছি। যদি প্রথম ৬-য়ে আমাদের উঠতে হয়, তাহলে পরপর তিনটে ম্যাচ আমাদের জিততেই হবে। আগে কখনও ইস্টবেঙ্গল এটা করতে পারেনি। তবে অসম্ভব একেবারেই নয়।'