শেষ আপডেট: 17th September 2024 17:49
দ্য ওয়াল ব্যুরো: চলতি কলকাতা ফুটবল লিগের গ্রুপ পর্বেই দুর্দান্ত ছন্দে ছিল ইস্টবেঙ্গল ফুটবল দল। এবার সুপার সিক্সেও সেই দমদার পারফরম্যান্স দেখতে পাওয়া গেল। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সুরুচি সংঘের বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল। এই ম্যাচে লাল-হলুদ ব্রিগেড ৫-০ গোলে জয়লাভ করেছে। জোড়া গোল করলেন সিকে আমন। এই জয় লাল-হলুদ সমর্থকদের হাসি অনেকটাই চওড়া করেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।
সুরুচির বিরুদ্ধে মঙ্গলবার শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে মশাল বাহিনী। দুটো উইং থেকে কার্যত তোপ দাগতে শুরু করে ইস্টবেঙ্গল। তবে সুরুচির রক্ষণও যে একেবারে পাতে দেওয়ার যোগ্য ছিল না। ম্যাচের প্রথমার্ধেই ইস্টবেঙ্গল চারটে গোল করে ফেলে। ৯ মিনিটে গোলের দরজা খুলে দেন সিকে আমন। ১৭ মিনিটে ব্যবধান বাড়ান বিষ্ণু। ২৬ মিনিটে ইস্টবেঙ্গলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন জেসিন টিকে। ৪১ মিনিটে দ্বিতীয় গোল করেন আমন। সেইসঙ্গে ম্যাচের প্রথমার্ধেই ইস্টবেঙ্গলের কপালে কার্যত জয়-তিলক লাগানো হয়ে যায়।
প্রথমার্ধে ইস্টবেঙ্গল ফুটবল দল যেভাবে সুরুচির উপর রোড রোলার চালায়, দ্বিতীয়ার্ধে কিন্তু আক্রমণের ঝাঁঝ অতটাও দেখতে পাওয়া যায় না। ম্যাচের ৭২ মিনিটে একটি চোখ ধাঁধানো গোল করলেন সুপার সাব রোশাল।
সুরুচির গোলরক্ষক বোকার মতো বক্সের বাইরে বেরিয়ে এসেছিলেন। সেইসময় প্রায় ৩০ গজ দুরে দাঁড়িয়েছিলেন রোশাল। তিনি বলটা উপরের দিকে খানিকটা ভাসিয়ে দিয়েছিলেন। সেইসঙ্গে ইস্টবেঙ্গলের মার্কশিটে পঞ্চম গোলটা যুক্ত হয়ে যায়। এরপর ইস্টবেঙ্গল আর কোনও গোল করতে পারেনি। যদিও জেসন টিকের কাছে ৭৩ মিনিটে একটা গোল করার সুযোগ এসেছিল। তবে লাল-হলুদের এই পারফরম্যান্স খেতাব জয়ের লক্ষ্যে ইস্টবেঙ্গলকে যে আরও এক ধাপ এগিয়ে দিল, তা বলার অপেক্ষা রাখে না।