শেষ আপডেট: 29th November 2024 21:40
দ্য ওয়াল ব্যুরো : অবশেষে স্বস্তি ফিরল লাল-হলুদ সমর্থকদের। শুক্রবারের রাতটা নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। ইতিহাস বলে, ইস্টবেঙ্গল যতবার পিছিয়ে পড়ে, ততবারই খোঁচা খাওয়া বাঘের মতো তারা ঘুরে দাঁড়ায়। এবার যেন সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি হল। শুক্রবার (২৯ নভেম্বর) ঘরের মাঠে চলতি আইএসএল মরশুমের প্রথম জয় ছিনিয়ে আনল ইস্টবেঙ্গল এফসি। নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র (East bengal vs Northeast united) বিরুদ্ধে তারা ১-০ গোলে জয়লাভ করল। ম্য়াচের একমাত্র গোলটি করলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস।
এই জয় অবশ্যই দলের কোচ অস্কার ব্রুজোঁর প্রাপ্তি। একের পর এক ম্য়াচ হেরে যাওয়া একটা দল যে এভাবে ঘুরে দাঁড়াতে পারে, তা এককথায় অবিশ্বাস্য। প্রথম ৬ ম্য়াচে ইস্টবেঙ্গল হারের ডবল হ্যাটট্রিক করেছিল। সপ্তম ম্য়াচে তারা মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ৯ জনের দল নিয়ে ড্র করেছিল। সেই লড়াইয়ের প্রশংসা করেছিলেন সকলেই। অবশেষে টুর্নামেন্টের অষ্টম ম্য়াচে এল সেই কাঙ্খিত জয়। ইস্টবেঙ্গলের (East bengal vs Northeast united) ঝুলিতে এল তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্ট।
এই ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গলকে বেশ চনমনে মেজাজে দেখতে পাওয়া যায়। ২৩ মিনিটে আসে সেই কাঙ্খিত গোল। মাদিহ তালালের বাড়ানো পাস থেকে বল পেয়েছিলেন এই গ্রিক ফরোয়ার্ড। এরপর নিখুঁত হেডে তিনি বিপক্ষের জালে বলটা জড়িয়ে দেন। এক্ষেত্রে অবশ্য গুরমিতের কিছু করার ছিল না।
ম্য়াচের দ্বিতীয়ার্ধে কিছুটা হলেও ঝিমিয়ে পড়ছিল ইস্টবেঙ্গল। কিন্তু, ৬৩ মিনিটে জিকসনকে তুলে নেন অস্কার। নামালেন প্রভাত লাকরাকে। ব্যাস, সঙ্গে সঙ্গে ঘুরে গেল হাওয়া। আবারও সেই পুরনো মেজাজে ইস্টবেঙ্গলকে দেখতে পাওয়া গেল।
ইতিমধ্যে ম্যাচের ৭২ মিনিটে লাল কার্ড দেখলেন নর্থ-ইস্টের ফুটবলার মহম্মদ আলি। বিষ্ণুকে কড়া চ্যালেঞ্জ করার জন্য তিনি প্রথমে একটি হলুদ কার্ড দেখেছিলেন। ইতিপূর্বে, ৬৯ মিনিটেও তিনি হলুদ কার্ড দেখেছিলেন। ফলে জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। কিন্তু, এই সুযোগ ইস্টবেঙ্গল কাজে লাগাতে পারেনি। ৮৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় লালচুনুঙ্গাকেও। বাকি ম্য়াচ দুই দলকে ১০ জন মিলে খেলতে হয়। রেগুলেশন টাইমের পর আরও ৮ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। শেষপর্যন্ত দিমির একমাত্র গোলেই তারা জয়লাভ করে।