শেষ আপডেট: 3rd October 2024 20:13
দ্য ওয়াল ব্যুরো : ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত জয়ের খাতা খুলতে পারেনি ইস্টবেঙ্গল এফসি। পরের ম্য়াচে তারা জামশেদপুরের বিরুদ্ধে খেলতে নামবে। প্রথম তিন ম্যাচে হারের হ্যাটট্রিকের পর লাল-হলুদ ব্রিগেডের সম্মান জলাঞ্জলি গিয়েছে। এই পরিস্থিতিতে পরবর্তী ম্য়াচে জয় ছাড়া আর কিছুই তারা ভাবছে না।
জামশেদপুর যাওয়ার আগে ইস্টবেঙ্গলের অন্তর্বর্তীকালীন কোচ বিনো জর্জের গলায় বেশ আত্মবিশ্বাসের সুর শুনতে পাওয়া গেল। তিনি বললেন, 'এই দলের প্রত্যেক ফুটবলার এবং ওদের দক্ষতার উপর আমার ভরসা আছে। জেতার জন্য ওরা আপ্রাণ চেষ্টা করছে। হ্যাঁ, গত তিনটে ম্য়াচ আমরা জিততে পারিনি। বেশ কয়েকটা ভুল করেছি। তবে আমি জানি, এরা ধামাকাদার কামব্যাক করতে পারবে। এটাই ইস্টবেঙ্গল। ওরা নিজেদের দায়িত্বটা খুব ভাল করে বোঝে।'
হারের হ্যাটট্রিকের পর লাল-হলুদ ব্রিগেডের দায়িত্ব ছেড়েছেন কার্লেস কুয়াদ্রাত। সেই জায়গায় আপাতত বিনো জর্জের হাতেই দায়িত্ব তুলে দিয়েছে ম্যানেজমেন্ট। এই প্রসঙ্গে বিনো বললেন, 'দলের ভিতটা কার্লেস কুয়াদ্রাত স্থাপন করেছেন। সেকারণে আমি ওঁকে সম্মান জানাই। এই দলে গত দেড় মরশুমে ওঁর অবদান অনস্বীকার্য। এবারের আইএসএল টুর্নামেন্টে একটা ম্য়াচ জিততে পারলেই আমরা ছন্দে ফিরতে পারব। আমার কাজ, দলের ছেলেদের মোটিভেট করা। ওদের থেকে সেরা পারফরম্যান্স বের করে আনা।'
সবশেষে লাল-হলুদের নয়া কোচ বললেন, 'আইএসএল অনেক লম্বা একটা লিগ। এখনও আমাদের হাতে ২১ ম্যাচ বাকি রয়েছে। দলের ফুটবলারদের মধ্যে বন্ডিং খুব ভাল। এই মরশুমে আমরা যথেষ্ট শক্তিশালী দলগঠণ করেছি। একটা ম্য়াচ জেতার জন্য আমরা সকলেই কঠোর পরিশ্রম করছি। আশা করছি, জামশেদপুরের বিরুদ্ধে সেই জয়টা আমরা ছিনিয়ে আনতে পারব।'