শেষ আপডেট: 14th January 2025 18:28
দ্য ওয়াল ব্যুরো : ২০২৪-২৫ আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল এফসি একেবারে ভাল জায়গায় নেই। একের পর এক ম্যাচ হারতে হারতে তারা আপাতত ১১ নম্বরে এসে দাঁড়িয়েছে। ১৫ ম্যাচে তারা সংগ্রহ করতে পেরেছে মাত্র ১৪ পয়েন্ট। যদিও ইস্টবেঙ্গল কর্তাদের দাবি, চলতি ইন্ডিয়ান সুপার লিগে খারাপ রেফারিংয়ের কারণেই আজ লাল-হলুদ ব্রিগেডের এই অবস্থা হয়েছে।
এই পরিস্থিতিতে মঙ্গলবার (১৪ জানুয়ারি) ইস্টবেঙ্গল ক্লাবের মিডিয়া সেন্টারে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সচিব রূপক সাহা, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি এবং কর্মসমিতির সদস্য দেবব্রত সরকার। এই বৈঠকে সাংবাদিকদের সামনে একটি ভিডিও তুলে ধরা হয়। সেখানে দেখানো হয় যে কীভাবে আইএসএলের অধিকাংশ ম্যাচেই রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হচ্ছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।
ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, 'আইএসএল একটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট। বিভিন্ন প্রাইভেট কোম্পানি এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর উপর টাকা ঢালে। আর সেকারণেই এই লিগ শুধুমাত্র ধনী আর ক্ষমতাশীল দলগুলোকে সুবিধা প্রদান করছে।' সঙ্গে আরও যোগ করা হয়েছে, 'এমনও হতে পারে যে আইএসএল কর্তৃপক্ষ একটি শহর থেকে একটাই দলের পরিকল্পনা করছে। আর সেকারণেই হয়ত অবিচারের শিকার হচ্ছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।' ইস্টবেঙ্গল কর্তাদের কথায়, এই ফেডারেশনের উপর তাঁদের আর কোনও আস্থা নেই। এবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছেই সরাসরি অভিযোগ জানানো হবে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত শনিবার (১১ জানুয়ারি) গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে কলকাতা ডার্বির আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে ইস্টবেঙ্গলকে ০-১ গোলে হারতে হয়। ম্যাচে একমাত্র গোলটি করেছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলার জেমি ম্যাকলারেন।
যদিও এই ম্যাচে রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। প্রথমার্ধের একেবারে শেষলগ্নে আপুইয়ার হাতে বল লাগলেও, তা রেফারির নজর এড়িয়ে যায়। এমনকী, ইস্টবেঙ্গল ফুটবলাররা পেনাল্টির দাবি তুললেও, সেকথায় কর্ণপাত করেননি রেফারি। একথা নির্দ্বিধায় বলা যেতেই পারে, ইস্টবেঙ্গলের পক্ষে এই পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হলে ম্যাচের ফলাফল আলাদা হতেই পারত।