শেষ আপডেট: 11th January 2025 17:52
দ্য ওয়াল ব্যুরো : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। চলতি ইন্ডিয়ান সুপার লিগে দ্বিতীয় লেগের কলকাতা ডার্বি খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি। প্রথম লেগের ডার্বিতে মোহনবাগান ২-০ গোলে জয়লাভ করেছিল। গোল করেছিলেন জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতোস। এবার কি সেই হারের বদলা নিতে পারবে ইস্টবেঙ্গল, সেটাই এখন দেখার।
তবে এই ডার্বি ম্যাচ শুরুর আগে লাল-হলুদ ব্রিগেড কিছুটা ব্যাকফুটেই রয়েছে। দলে অন্যতম চিন্তার কারণ হল মাঝমাঠের কর্তৃত্ব। কার্লেস কুয়াদ্রাতের জমানায় এই মাঝমাঠের লড়াইয়ে বরাবর পিছিয়ে পড়ছিল লাল-হলুদ ব্রিগেড। এমনকী, প্রথম লেগের ডার্বি ম্যাচেও সেই ছবিটা দেখতে পাওয়া গিয়েছে। তবে অস্কার ব্রুজোঁ দায়িত্ব গ্রহণ করার পর থেকে সেই ছবিটা কিছুটা হলেও বদলে গিয়েছে।
শনিবাসরীয় ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের মাঝমাঠকে আরও শক্তিশালী হতে হবে। নাহলে বাগানের ফুটবলাররা কিন্তু বিপদ বাড়াতে পারেন। সেক্ষেত্রে জিকসন সিংকে কিন্তু আলাদা করে দায়িত্ব গ্রহণ করতে হবে। যতটা সম্ভব এড়াতে হবে ফাউল করার সম্ভাবনাও। আরও বেশি করে বল দখলের লড়াই ইস্টবেঙ্গল করতে পারে কি না, সেই দিকেই আপাতত লাল-হলুদ সমর্থকরা তাকিয়ে রয়েছেন। আর মাঝমাঠে বল দখল করতে পারলেই মেরিনার্সদের বিপাকে ফেলা যাবে।
আশা করা হচ্ছে, এই ডার্বিতে মাঝমাঠে গ্রেগ স্টুয়ার্ট বনাম জিকসন সিংয়ের লড়াই দেখতে পাওয়া যাবে। গ্রেগকে আটকানোটা জিকসনের কাছে যথেষ্টই চাপের হতে পারে। কারণ বর্তমানে এই স্কটিশ ফুটবলার যে দুর্দান্ত ফর্মে রয়েছে, সেটা দিয়ে তিনি একাধিক সুযোগ তৈরি করেছেন। এছাড়াও রয়েছেন মোহনবাগানের দুই ফরোয়ার্ড ম্যাকলারেন এবং জেসন কামিন্স। মোহনবাগানের হেড কোচ হোসে মলিনা চাইবেন স্টুয়ার্ট যেন বাগানের ১০ নম্বর ভূমিকাটা পালন করেন। কারণ চোটের কারণে অনিরুদ্ধ থাপা এই ম্যাচটা খেলতে পারবেন না।
যদি স্টুয়ার্ট ১০ নম্বরে খেলেন, তাহলে জিকসনের সঙ্গে তাঁর লড়াই একেবারে অবশ্যম্ভাবী। স্টুয়ার্টের স্বাভাবিক খেলায় কীভাবে জিকসন বাধা দিতে পারেন, সেটাই আপাতত দেখার। বিপক্ষের ডিফেন্স প্রতিহত করে ফরোয়ার্ড লাইনে বল বাড়াতে সিদ্ধহস্ত গ্রেগ। বাগানের তৃতীয় ফরোয়ার্ড হিসেবে বিপক্ষের পেনাল্টি এলাকায় তিনি নিজেও বিপদ বাড়াতে পারেন।
এই পরিস্থিতিতে জিকসনের প্রাথমিক কর্তব্য হবে স্টুয়ার্টকে খুব বেশি জায়গা না দেওয়া। যদি স্টুয়ার্টের পা থেকে জিকসন বল কেড়ে নিতে পারেন, তাহলে কিন্তু বাগানের ফরোয়ার্ড লাইন অনেকটাই হতাশ হবে। ৯০ মিনিটের লড়াইয়ে শেষপর্যন্ত কে বল দখল করতে পারেন, সেটাই আপাতত দেখার।