শেষ আপডেট: 28th November 2024 15:36
দ্য ওয়াল ব্যুরো : ২০২৪-২৫ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত একটাও ম্য়াচ জিততে পারেনি। শুক্রবার (২৯ নভেম্বর) নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তারা খেলতে নামবে। ঘরের মাঠে এই ম্য়াচ খেলতে নামার আগে লাল-হলুদ ব্রিগেডকে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাল।
গত ম্য়াচে মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে লড়াকু ড্র করেছে ইস্টবেঙ্গল ফুটবল দল। এই ড্রয়ের কারণে তাদের ঝুলিতে অন্তত ১ পয়েন্ট এসেছে। কিন্তু, গোটা ম্য়াচে লাল-হলুদ ফুটবলাররা যেভাবে লড়াই করেছে, তা আগামী ম্য়াচে তাদের অবশ্যই অক্সিজেন দেবে। তবে নর্থ-ইস্টের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের লড়াই যে সহজ হবে না, তা বলাই বাহুল্য।
এই ম্যাচে নন্দকুমার শেখর এবং নাওরেম মহেশ সিং খেলতে পারবেন না। গত ম্যাচে লাল কার্ড দেখেছিলেন ইস্টবেঙ্গলের এই দুই ফুটবলার। পাশাপাশি, হেক্টর ইউস্তে খেলবেন কি না, তা নিয়েও বড়সড় সংশয় রয়েছে।
এই দুটো দলের মধ্যে মোট আটটি ম্য়াচ আয়োজন করা হয়েছে। এরমধ্যে ইস্টবেঙ্গল জোড়া ম্য়াচে জয়লাভ করেছে। আর নর্থ-ইস্ট ইউনাইটেড জিতেছে চারটে ম্য়াচ। আর দুটো ম্য়াচ ড্র হয়েছে। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের থেকে ধারে-ভারে নর্থ-ইস্ট ইউনাইটেড যে অনেকটাই এগিয়ে থাকবে, তা বলা যেতেই পারে।
প্রভসুখন গিল, মহম্মদ রাকিপ, আনোয়ার আলি, হিজাজি মাহের, লালচুনুঙ্গা, শৌভিক চক্রবর্তী, সাউল ক্রেসপো, মাদিহ তালাল, পিভি বিষ্ণু, ডেভিড লালনসাঙ্গা, দিমিত্রিয়স দিয়ামান্তাকোস।