শেষ আপডেট: 12th December 2024 20:42
দ্য ওয়াল ব্যুরো : ইস্টবেঙ্গলের কাছে আর কোনও রাস্তা খোলা নেই। সুপার সিক্সে উঠতে হলে বাকি প্রতিটা ম্য়াচই তাদের জিততে হবে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার তারা ওড়িশা এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। গত ২ ম্যাচে চেন্নাইন এফসি এবং নর্থ-ইস্ট ইউনাইটেডকে হারানোর পর গোটা দলের আত্মবিশ্বাস ফিরে এসেছিল।
কিন্তু, প্রথমার্ধের শেষবেলায় ঘটে গেল সেই দূর্ঘটনা। ম্য়াচের ৪২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখলেন ইস্টবেঙ্গলের ফুটবলার জিকসন সিং। ওড়িশা এফসি-র ফুটবলার দিয়েগো মরিশিওকে খারাপ ট্যাকল করার জন্য জিকসনকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হল। যদিও আদৌ কার্ড দেখানোর মতো অপরাধ জিকসন করেছিলেন কি না, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
এই পরিস্থিতিতে আগামী ৪৫ মিনিট ইস্টবেঙ্গলকে ১০ জন মিলে খেলতে হবে। ইতিমধ্যে অনেকে বলতে শুরু করেছেন যে জিকসন যে গতিতে দৌড়চ্ছিলেন, সেক্ষেত্রে তাঁর রিফ্লেক্সে হাতটা ওভাবে উঠে গিয়েছিল। রেফারি চাইলে ব্যাপারটা ফাউল দিয়ে মিটিয়ে ফেলতে পারতেন। কিন্তু, এক্ষেত্রে হলুদ কার্ডটা একটু বাড়াবাড়িই হয়ে গেল।
???? ???? | WATCH: East Bengal's Jeakson Singh receives a controversial red card against Odisha FC!
— The Best ???????? ⚽ moments (@Moments_ISL) December 12, 2024
Commentator @masefield2110 says it was a "very harsh decision" by ref Tejas Nagvenkar ????
Agree with the decision, or do you feel Diego over-reacted there?#EBFCOFC #IndianFootball pic.twitter.com/ojhR2uRzrr
তবে একথা বলা যেতেই পারে ইস্টবেঙ্গল চলতি মরশুমে একাধিক বাধা টপকে এসেছে। মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে তো তারা ১ মিনিটের মধ্য়ে জোড়া লাল কার্ড দেখেছিল। মাঠ ছাড়তে হয়েছিল নন্দকুমার শেখর এবং নাওরেম মহেশ সিংকে। তারপরও ম্য়াচটা গোলশূন্য ড্র করেছিল লাল-হলুদ ব্রিগেড। বলা ভালো, মাদিহ তালালের শটটা গোলপোস্টে লেগে ফিরে না এলে, ওই ম্য়াচটাও জিততে পারত মশালবাহিনী। এই ম্য়াচেও কি তেমনই কোনও চমক অপেক্ষা করছে। সেটা অবশ্য দ্বিতীয়ার্ধই বলতে পারবে।