শেষ আপডেট: 9th November 2024 16:32
দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। ২০২৪-২৫ আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল বনাম মহমেডান ম্যাচটি ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে। এই ম্যাচটি কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হবে। এই ম্যাচে যে কোনও মূল্যে জয়ের সরণীতে ফিরতে চায় মহমেডান স্পোর্টিং ক্লাব।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে সাদা-কালো ব্রিগেডের কোচ আন্দ্রে চেরনিশভ বললেন, 'আমাদের দলে বেশ কয়েকটি সমস্যা ছিল। রক্ষণের পাশাপাশি আমাদের আক্রমণভাগও ছিল যথেষ্ট দুর্বল। কিন্তু, গত কয়েকদিনে সেই সমস্যা সমাধানের জন্য আমরা অনেকটাই সময় পেয়েছি। আশা করছি, প্রতিপক্ষকে আমরা চাপে রাখতে পারব।'
মহমেডান স্পোর্টিং ক্লাবের কোচ মনে করেন, যদি প্রতিপক্ষকে চাপে রাখতে না পারা যায়, তাহলে দলের ডিফেন্সকেই সমস্যার মুখে পড়তে হবে। গত তিন ম্যাচে ব্ল্যাক প্যান্থার্সরা মোট ৯ গোল হজম করেছে। কিন্তু, তা সত্ত্বেও শনিবারের ম্যাচে তাঁর দল যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করবে বলেই আশাবাদী তিনি।
এই রাশিয়ান কোচ বললেন, 'এই ম্যাচটা জিততে গত কয়েকদিনে আমরা প্রচুর পরিশ্রম করেছি। খেলার স্টাইলেও পরিবর্তন আনার চেষ্টা করেছি। আশা করব, এই ম্যাচে দলের ফুটবলাররা ভাল পারফরম্যান্স করতে পারবে। ওরা নিজেরাও নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে চায়। আশা করব, দুটো দলই এই ম্যাচে ভাল ফুটবল উপহার দেবে।'