শেষ আপডেট: 9th November 2024 21:30
দ্য ওয়াল ব্যুরো: শনিবারের (৯ নভেম্বর) মিনি ডার্বিতে ইস্টবেঙ্গলের মাঝমাঠ এবং রক্ষণভাগ যেভাবে খেলল, তারজন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। প্রথম আধঘণ্টার মধ্যেই জোড়া লাল কার্ড দেখেছিল অস্কার ব্রুজোঁর দল। কিন্তু, তাতেও দমে যায়নি লাল-হলুদ ব্রিগেড। শেষমুহূর্ত পর্যন্ত তারা লড়াই করে গেল। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে গোলশূন্য ড্র'য়েই শেষ হল বিতর্কিত মিনি ডার্বি।
এই ম্যাচের শুরু থেকেই কার্যত রেফারি হরিশ কুণ্ডুর কড়া শাসনে পড়তে হয় লাল-হলুদ ব্রিগেডকে। ম্যাচের ৭ মিনিটে ফ্রাঙ্কাকে স্লাইড ট্যাকল করতে গিয়ে হলুদ কার্ড দেখলেন নাওরেম মহেশ। এরপর ২৭ মিনিটে নন্দকুমারকে বাজেভাবে ট্যাকল করার জন্য হলুদ কার্ড দেখেছিলেন মহমেডানের ফুটবলার অমরজিৎ সিং কিয়াম।
কিন্তু, নন্দকুমার হতাশায় নিজের হাত চালান। ম্যাচের ২৮ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেন নন্দকুমার শেখর। এরপর কথা কাটাকাটিতে হাওয়া আরও গরম হতে শুরু করে। নন্দকুমারকে লাল কার্ড দেখালেন রেফারি। এই কার্ড দেখার পর নন্দ কিছুটা অবাকই হলেন।
কিন্তু, এদিকে রেফারির সিদ্ধান্ত যারপরনাই রেগে যান নাওরেম মহেশ। তিনি রাগে বলের উপর একটা কষিয়ে লাথি মারেন। সেটা রেফারির চোখ এড়ায়নি। এক মিনিটের মধ্যে তাঁকেও দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়। সঙ্গে সঙ্গে তা লাল কার্ডে পরিণত হল। তাঁকেও মাঠ ছাড়তে হয়।
এই পরিস্থিতিতে অনেকেই বলতে শুরু করেছিলেন, ইস্টবেঙ্গল হয়ত এই ম্য়াচে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কিন্তু, দলের ৯ ফুটবলার যেভাবে লড়াকু মানসিকতা দেখাল, তা সত্যিই প্রশংসনীয়। প্রত্যেক ফুটবলার নিজেদের দায়বদ্ধতা দেখালেন।
এক্ষেত্রে আলাদা করে ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসুখন গিলের কথা আলাদা করে বলতেই হবে। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ কিছুটা হলেও বাড়িয়েছিল মহমেডান। কিন্তু, প্রতিবারই তিনি ঝাঁপিয়ে পড়ে লাল-হলুদ দূর্গ রক্ষা করলেন। আর এই ম্যাচে মহমেডানের পারফরম্য়ান্স নিয়েও উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। ন'জনের ইস্টবেঙ্গলকে পেয়েও কোনও গোল করতে পারল না আন্দ্রে চেরনিশভের ছেলেরা। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করে তারা কার্যত নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনল।
এই ড্রয়ের হাত ধরেই ইস্টবেঙ্গলের ঝুলিতে প্রথম পয়েন্ট এল। খরা কাটাল লাল-হলুদ ব্রিগেড। ২০ দিন পর ইস্টবেঙ্গলের পরের ম্য়াচ। নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র ঘরের মাঠে তাদের খেলতে হবে। ততদিনে এই দলটাকে অস্কার যে আরও কিছুটা গুছিয়ে নিতে পারবেন, তা বলা যেতে পারে।