শেষ আপডেট: 10th December 2024 19:50
দ্য ওয়াল ব্যুরো : ইস্টবেঙ্গল ফুটবল দলের কাছে অস্কার ব্রুজোঁ যে 'মৃত সঞ্জীবনী', তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। যে দলটা প্রথম ৬ ম্যাচের মধ্যে একটাও জিততে পারেনি, তারাই এবার জয়ের হ্যাটট্রিক করতে মাঠে নামবে। আগামী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ওড়িশা এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ ব্রিগেড। এই ম্যাচ জিততে মরিয়া মশালবাহিনী।
নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি এবং চেন্নাইন এফসি-কে হারানোর পর ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস আপাতত অনেকটাই উর্ধ্বমুখী। পাশাপাশি লিগ টেবিলেও তারা ১৩ থেকে ১১ নম্বরে উঠে এসেছে। তবে অস্কারের লক্ষ্য প্রথম ৬। এই টার্গেট মাথায় রেখেই বৃহস্পতিবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশার বিরুদ্ধে ইস্টবেঙ্গল খেলতে নামবে।
গত শনিবার চেন্নাইন এফসি-র বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল লাল-হলুদ ব্রিগেড। এই ম্যাচে ইস্টবেঙ্গল জয়লাভ করলেও, দলের তারকা ডিফেন্ডার হেক্টর ইউস্তে চোটের কারণে খেলতে পারেননি। মঙ্গলবার সাইড লাইনের পাশে তাঁকে হালকা গা ঘামাতে দেখা গেল। পাশাপাশি গত ম্যাচে আবার চোট পেয়েছিলেন সাউল ক্রেসপো। খুব স্বাভাবিকভাবে তাঁকে এদিনের অনুশীলনে দেখা যায়নি।
তবে সমর্থকদের চিন্তা কিছুটা হলেও বাড়ালেন লাল-হলুদের তারকা ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। এদিন তিনি অনুশীলন করতে মাঠেই নামলেন না। পাশাপাশি চিন্তা বাড়িয়ে তিনি অনুশীলন শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে বেরিয়েও যান।
তবে মঙ্গলবারের অনুশীলনে দলের বাকি ফুটবলারদের প্রথমে কিছুটা শরীরচর্চা করালেন কোচ অস্কার। এরপর তাঁরা কোচের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। তারপর বল পায়েও অনুশীলন করানো হয়। মাঝমাঠ থেকে সেট পিসের উপরেও জোর দেওয়া হয়েছে।
ওড়িশার বিরুদ্ধে খেলতে পারবেন না ইস্টবেঙ্গলের তারকা মিডফিল্ডার সাউল ক্রেসপো। শোনা যাচ্ছে, চোটের কারণে তাঁকে নাকি কমপক্ষে ২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এদিকে, হেক্টরও পরের ম্যাচে থাকবেন কি না, তা নিয়েও বড়সড় সংশয় রয়েছে। ক্রেসপোকে বাদ দিকে কীভাবে নিজের সৈন্যবাহিনী সাজান অস্কার, সেদিকেই লাল-হলুদ সমর্থকরা তাকিয়ে রয়েছেন।