শেষ আপডেট: 5th November 2024 18:50
দ্য ওয়াল ব্যুরো: এএফসি চ্যালেঞ্জ লিগ আপাতত অতীত। দুরন্ত পারফরম্যান্স করে তারা এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে। আগামী বছর মার্চে কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে তারা। তবে আপাতত 'শিরে সংক্রান্তি' ইন্ডিয়ান সুপার লিগ। আগামী শনিবার (৯ নভেম্বর) মিনি ডার্বি খেলতে নামবে লাল-হলুদ ব্রিগেড।
মহমেডান এফসি-র বিরুদ্ধে ম্য়াচটা যে মশালবাহিনীর কাছে খুব একটা সহজ হবে না, তা বলাই বাহুল্য। চলতি ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্টস টেবিলে শেষ দুটো স্থানে এই দুটো দল দাঁড়িয়ে রয়েছে। হেক্টরের চোট ইস্টবেঙ্গল শিবিরে কিছুটা চিন্তা বাড়ালেও, বাকি দল আপাতত বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) মিনি ডার্বির আগে অনুশীলনে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি। দলের প্র্যাকটিস দেখতে এসেছিলেন লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার। অনুশীলনে গোটা দলকেই বেশ খোশমেজাজে দেখতে পাওয়া গেল।
এদিন অনুশীলনে হালকা জগিং করলেন সাউল ক্রেসপো এবং দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। এই জায়গায় প্রশ্ন উঠতেই পারে, দিয়ামান্তাকোসের পুরনো চোটই কি লাল-হলুদের সাফল্যে কাঁটা হতে পারে? পাশাপাশি চোটের কারণে সাইড লাইনের ধারে অনুশীলন করলেন আমন সিকে। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ শর্ট পাসিংয়ের উপরই বেশি করে জোর দিলেন।
২০২৪-২৫ আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত ৬ ম্য়াচ খেললেও, এখনও পর্যন্ত জয়ের খাতা খুলতে পারেনি। দলের এই পারফরম্যান্সে লাল-হলুদ সমর্থকরাও যারপরনাই হতাশ হয়ে পড়েছিলেন। এই পরিস্থিতিতে আগামী ম্যাচে ইস্টবেঙ্গল যদি জয়ের সরণীতে ফিরতে পারে, তাহলে সেটা সোনায় সোহাগা হবে।