শেষ আপডেট: 26th September 2024 22:37
দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গল ফুটবল দলের সময়টা আপাতত ভাল যাচ্ছে না। চলতি আইএসএল টুর্নামেন্টের প্রথম দুটো ম্যাচেই তারা পরাস্ত হয়েছে। পয়েন্ট টেবিলেও তারা ১২ নম্বরে দাঁড়িয়ে আসে। দলের প্রাক্তনী এবং সমর্থকরা কোচ কার্লেস কুয়াদ্রাতের কৌশল নিয়ে একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে লাল-হলুদ ব্রিগেড।
তবে এই ম্যাচে খেলতে নামার আগে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের অফিশিয়াল টুইটার হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওর শেষে লেখা রয়েছে, 'ফিরব আবার রাজার মতো।' গোয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গল যদি জিততে পারে, তাহলে সমর্থকদের কাছে এর থেকে বড় সুখবর আর কিছু হতে পারে না। আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল ফুটবল দল কখনই নজর কাড়তে পারেনি। সমর্থকদের আশা, এই মরশুমে দিমিত্রি দিয়ামান্তাকোস এবং মাদিহ তালাল জুটি হয়ত ভাগ্যের চাকা ঘোরাতে পারবে। কিন্তু, এখনও পর্যন্ত তেমন কোনও ইঙ্গিত দেখতে পাওয়া যায়নি।
দেখে নিন সেই ভিডিও -
যুদ্ধ জেতা বাকি আছে, বাকি আছে! ✊⚡
— East Bengal FC (@eastbengal_fc) September 26, 2024
WE NEED YOUR FULL SUPPORT, AMAGO FANS ???? https://t.co/6zDkQ2iviH
????️ Dipanjan Guha#JoyEastBengal #ISL #LetsFootball pic.twitter.com/8aOqKJwsT5
চলতি মরশুমে এই প্রথমবার ইস্টবেঙ্গল ফুটবল দল ঘরের মাঠে খেলতে নামছে। ফলে সমর্থকদের থেকে তারা যে আলাদা অ্যাডভান্টেজ পাবে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। এই মরশুমের প্রথম দুটো ম্যাচই অ্যাওয়ে ছিল ইস্টবেঙ্গলের।
প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ০-১ ব্যবধানে হারার পর, দ্বিতীয় ম্যাচে কেরালা ব্লাস্টার্স এফসি-র বিরুদ্ধেও ১-২ গোলে হারতে হয়েছে। চলতি দশকের শুরুতে ইস্টবেঙ্গল ইন্ডিয়ান সুপার লিগের খাতায় নাম লিখিয়েছিল। কিন্তু, প্রতিবারই হতশ্রী পারফরম্যান্সের কারণে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে টিম ম্যানেজমেন্টের কাছে অন্তত একটা ভালো মরশুম আশা করতেই পারেন সমর্থকরা।
তবে আগামী ম্য়াচে ইস্টবেঙ্গলের কাজ অতটাও সহজ হবে না। কারণ এফসি গোয়া ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম শক্তিশালী দল। এই টুর্নামেন্টে তারা শেষ আটটা ম্যাচের মধ্যে পাঁচটাতেই জয়লাভ করেছে। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল যদি জিততে পারে, তাহলে তাদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে।
পাশাপাশি এই ম্যাচটা গোয়ার কাছেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবারের টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তারা জামশেদপুরের বিরুদ্ধে হেরে গিয়েছিল। এরপর দ্বিতীয় ম্যাচে মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ইনজুরি টাইমে গোল করে কোনওক্রমে ১-১ ব্যবধানে ম্যাচটা ড্র করে। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলকে হারিয়ে তারা তিনটে পয়েন্ট নিজেদের ঘরে তুলতে চাইবে। লড়াই যে একেবারে হাড্ডাহাড্ডি হবে, তা চোখ বন্ধ করে বলা যেতে পারে।