শেষ আপডেট: 7th November 2024 19:17
দ্য ওয়াল ব্যুরো: এবারের ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত আশানুরূপ পারফরম্য়ান্স করতে পারেনি ইস্টবেঙ্গল এফসি। ২০২৪-২৫ মরশুমে তারা হারের ডবল হ্যাটট্রিক করেছে। এই পরিস্থিতিতে মিনি ডার্বির হাত ধরেই কামব্যাক করতে চাইছে লাল-হলুদ ব্রিগেড। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দলের অনুশীলন দেখতে এলেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার।
প্রসঙ্গত, এদিন সল্টলেক স্টেডিয়ামে প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন সারল ইস্টবেঙ্গল এফসি। দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ যাবতীয় ভুলভ্রান্তি খতিয়ে দেখলেন। বুধবার অনুশীলন শেষ হওয়ার আগেই মাঠ ছেড়েছিলেন লাল-হলুদের কাস্টডিয়ান প্রভসুখন গিল। কিন্তু, বৃহস্পতিবার দলের সঙ্গে জমিয়ে অনুশীলন করলেন তিনি। দলের অনুশীলন দেখে যারপরনাই খুশি দেবব্রত সরকার।
এবারের আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল এবং মহমেডান দুটো দলই খুব একটা ভাল জায়গায় নেই। পয়েন্ট টেবিলে ইস্টবেঙ্গল যেখানে একেবারে নীচে দাঁড়িয়ে রয়েছে, ঠিক একধাপ উপরেই রয়েছে মহমেডান স্পোর্টিং। ফলে এর থেকে ভাল কামব্যাকের সুযোগ যে ইস্টবেঙ্গল পাবে না, তা বলাই বাহুল্য।
সম্প্রতি এএফসি চ্যালেঞ্জ লিগে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে লাল-হলুদ ব্রিগেড। বসুন্ধরা কিংস এবং নেজমা এসসি-কে উড়িয়ে তারা এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে। এই জয় গোটা দেশকে গর্বিত করেছে। এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্যায়ে এই জয় ইস্টবেঙ্গলকে আইএসএল টুর্নামেন্টেও যে আত্মবিশ্বাসী করবে, তা আশা করা যেতেই পারে।