শেষ আপডেট: 30th September 2024 12:32
দ্য ওয়াল ব্যুরো: এক সময় ইস্টবেঙ্গল ফুটবল সমর্থকদের কাছে তিনি প্রিয় প্রফেসর হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু, চলতি ইন্ডিয়ান সুপার লিগে হারের হ্যাট্রটিক সমর্থকদের যাবতীয় ভালবাসা কেড়ে নিল। অবশেষে পদত্যাগ করলেন কার্লেস কুয়াদ্রাত। ইতিমধ্যে ক্লাবের পক্ষ থেকে একটি প্রেস বিবৃতিতে সেকথা জানিয়ে দেওয়া হয়েছে।
এফসি গোয়ার বিরুদ্ধে লজ্জার হারের পর থেকেই 'গো ব্যাক কুয়াদ্রাত' রব তুলেছিলেন লাল-হলুদ সমর্থকরা। কিন্তু, পাশাপাশি আরও একটা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছিল, কুয়াদ্রাতের বদলি কে হতে চলেছেন? প্রাথমিকভাবে অনেকেই বলছিলেন যে বিনো জর্জকে যদি এই দায়িত্বটা দেওয়া যায়, তাহলে মন্দ হয় না। অবশেষে সেই সিদ্ধান্তেই সিলমোহর দিল ইস্টবেঙ্গল।
বিনো জর্জের এই নতুন দায়িত্ব একেবারেই অপ্রত্যাশিত নয়। চলতি কলকাতা ফুটবল লিগে তাঁর কোচিংয়ে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব একেবারে অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়চ্ছে। ইতিমধ্যেই তারা সুপার সিক্সের লড়াইয়ে উঠে গিয়েছে। সবথেকে বড় কথা, ১৫ ম্যাচের মধ্যে মাত্র দুটোয় হেরেছে লাল-হলুদ ব্রিগেড। এই পরিস্থিতিতে ৪১ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছে।
গত কয়েকবছরই ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব আইএসএল টুর্নামেন্টে একেবারে নজরকাড়া পারফরম্যান্স করতে পারেনি। চলতি বছরের শুরুর দিকে কুয়াদ্রাতের কোচিংয়ে ইস্টবেঙ্গল কলিঙ্গ সুপার কাপের খেতাব জয় করেছিল। তারপর থেকে সাফল্যের ঝুলি একেবারে শূন্য। অবশেষে ইন্ডিয়ান সুপার লিগের টানা তিন ম্যাচের হার সমর্থকরা আর বরদাস্ত করতে পারলেন না সমর্থকরা। এবার বিনো জর্জের কোচিংয়ে ইস্টবেঙ্গলের সৌভাগ্য চাকা ঘোরে কি না, সেটাই আপাতত দেখার।