শেষ আপডেট: 22nd September 2024 22:10
দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিগে ফের পুরনো রোগের শিকার হল ইস্টবেঙ্গল এফসি। রবিবার (২২ সেপ্টেম্বর) কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল। এই ম্যাচে এগিয়ে গিয়েও শেষরক্ষা করতে পারল না কার্লেস কুয়াদ্রাতের দল। শেষপর্যন্ত ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারতে হয়েছে। দলের এই পারফরম্যান্স দেখার পর সমর্থকরা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন।
অ্যাওয়ে ম্যাচ হওয়ার কারণে ইস্টবেঙ্গলের উপর এমনিতেই চাপ বেশি ছিল। সেই চাপের মুখেই শেষপর্যন্ত নতিস্বীকার করল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করে। ৫৯ মিনিটে দলকে লিড দেন বিষ্ণু। বক্সের মধ্যে দিয়ামান্তাকোসের বাড়ানো বলে গোল করেন তিনি। ১-০ গোলে এগোতেই সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। ৬২ মিনিটে ইস্টবেঙ্গলের কাছে গোল করার আরও একটা সুযোগ এলেও বক্সের বাইরে থেকে দিয়ামান্তাকোস ঠিকঠাক শট নিতে পারেননি। অনেকটা বাইরে দিয়েই বল বেরিয়ে যায়।
FT | Defeat in Kochi. ????#KBFCEBFC pic.twitter.com/TwNXRF2Ipr
— East Bengal FC (@eastbengal_fc) September 22, 2024
এরপর কেরালা ব্লাস্টার্সের রণংদেহি মূর্তি দেখতে পাওয়া যায়। ৬২ মিনিটে লেফট ফ্ল্যাঙ্ক থেকে বল সংগ্রহ করেন সাদাউই। তিনি অসাধারণ একটি গোল করে সমতা ফেরান। তবে ৮৮ মিনিটে দলের হয়ে জয়সূচক গোলটি করলেন পেপরাহ। আনোয়ার আলির ভুলেই পেনাল্টি বক্সের মধ্যে বলটা পেয়েছিলেন কাওয়ামি পেপরাহ। এরপর তিনি শট মারেন এবং গোল করেন। ইস্টবেঙ্গলের ডিফেন্ডাররা কার্যত অবিচল থেকে যায়। ৯০+১ মিনিটে সাদাউই আরও একটি গোল করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু, সেই সুযোগ তিনি কাজে লাগাতে পারেননি। আর সেইসঙ্গে ইস্টবেঙ্গলের সম্মান কিছুটা হলেও বাঁচল। তবে ২-১ গোলে হারার পর কোচির জওহরলাল নেহরু স্টেডিয়াম থেকে লাল-হলুদ ব্রিগেডকে যে একরাশ হতাশা নিয়ে ফিরতে হবে, তা বলার অপেক্ষা রাখে না।