শেষ আপডেট: 12th December 2024 21:30
দ্য ওয়াল ব্যুরো : অবশেষে থামল ইস্টবেঙ্গলের বিজয়রথ। চেন্নাইন এফসি এবং নর্থ-ইস্ট ইউনাইটেড দলের বিরুদ্ধে জয়লাভ করলেও, ওড়িশা এফসি-র বিরুদ্ধে শেষপর্যন্ত পরাস্ত হল ইস্টবেঙ্গল। ম্যাচের ফলাফল ২-১। ওড়িশার হয়ে একটি করে গোল করলেন জেরি মাওয়িমিংথাঙ্গা এবং হুগো বুমোস। আর ইস্টবেঙ্গলের হয়ে একটাই গোল করলেন লাল চুনুঙ্গা। প্রসঙ্গত, এই রসগোল্লার ডার্বিতে কিন্তু আটকে গিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টও। যদিও তারা ড্র করে। তবে এই হারের পর সুপার সিক্সে ওঠার রাস্তা ইস্টবেঙ্গলের সামনে অনেকটাই কঠিন হয়ে গেল।
যাইহোক, এই ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই জ্বলে উঠেছিল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের ৫২ মিনিটে প্রথম গোল করলেন লাল চুনুঙ্গা। বক্সের একেবারে মাঝামাঝি জায়গা থেকে গোলের একেবারে মাঝামাঝি পজিশনে ডান পায়ে একটি জোরাল শট হাঁকালেন তিনি। আর সেইসঙ্গে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।
তবে লাল-হলুদের কপালে এই সুখ অবশ্য খুব বেশিক্ষণ টিকল না। ৫৪ মিনিটে সমতা ফেরাল ওড়িশা এফসি। ইশাক ভানলালরুয়াতফেলার বাড়ানো বল জেরির পায়ে এসেছিল। বক্সের একেবারে ডান প্রান্ত থেকে তিনি গোল পোস্টের টপ রাইট কর্নার লক্ষ্য করে শট মারেন। প্রভসুখন গিলের অবশ্য কিছুই করার ছিল না।
অবশেষে লাল-হলুদের কফিনে শেষ পেরেক পুঁতে দিলেন প্রাক্তন মোহনবাগানি হুগো বুমোস। ৮০ মিনিটে দলকে এগিয়ে দিলেন তিনি। বলটা বাড়িয়ে ছিলেন দিয়েগো মরিশিও। এরপর বক্সের মাঝখান থেকে বুমোসের বাঁ-পায়ের জোরাল শট টপ রাইট কর্নার দিয়ে ইস্টবেঙ্গলের জালে হামলা করে।
তবে ম্যাচের ৪২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখলেন ইস্টবেঙ্গলের জিকসন সিং। ওড়িশার ফুটবলার দিয়েগো মরিশিওকে খারাপ ট্যাকল করার জন্য জিকসনকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হল। যদিও এই কার্ড কতটা যুক্তিগ্রাহ্য ছিল, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সুতরাং দ্বিতীয়ার্ধ তো বটেই, প্রথমার্ধেও প্রায় ৬ মিনিট ইস্টবেঙ্গলকে ১০ জন মিলিয়ে লড়াই করতে হয়েছে।