শেষ আপডেট: 27th September 2024 21:36
দ্য ওয়াল ব্যুরো: কথা দিয়েছিল, গোয়ার বিরুদ্ধে আবার রাজার মতন ফিরতে পারবে। কিন্তু, সেই প্রতিশ্রুতি তারা রাখতে পারল না। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এফসি গোয়ার বিরুদ্ধে ৩-২ গোলে হারল ইস্টবেঙ্গল এফসি। এই পরাজয়ের পর সোশ্যাল মিডিয়ায় লাল-হলুদ সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েছে। অবিলম্বে তারা দলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাতের পদত্যাগ চাইছেন।
এই ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করলেন এফসি গোয়ার ফুটবলার বোরহা। মাত্র ১৩ মিনিটে তিনি দলকে এগিয়ে দেন। ২১ মিনিটের মাথায় ফের ধাক্কা খায় ইস্টবেঙ্গল। ২-০ গোলে তারা পিছিয়ে পড়ে। সৌজন্যে সেই বোরহা।
২৮ মিনিটে গোয়ার বক্সের মধ্যে মাদিহ তালালকে বাজেভাবে ট্যাকল করা হয়েছিল। সেইসময় ইস্টবেঙ্গল পেনাল্টি পায়। সেইসময় লাল-হলুদ ব্রিগেডের সম্মান কিছুটা হলেও পুনরুদ্ধার করেন তালাল। ম্যাচের স্কোর দাঁড়ায় ১-২। ম্যাচের প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। আশা করা হয়েছিল, ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধে হয়ত ঘুরে দাঁড়াতে পারবে।
কিন্তু, কোথায় কী? ৭১ মিনিটে হ্যাটট্রিক গোল করলেন বোরহা। ইস্টবেঙ্গলের ঘরের মাঠে তিনি যে লাল-হলুদ রক্ষণকে নিয়ে ছিনিমিনি খেললেন, তা বলার অপেক্ষা রাখে না। ৮১ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন কার্ল ম্যাকহিউ। ফলে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। এই পরিস্থিতিতে বাকি ম্যাচটা ইস্টবেঙ্গলকে ১০ জন মিলে লড়াই করতে হয়।
৮৫ মিনিটে ফের কামব্যাকের চেষ্টা করে ইস্টবেঙ্গল। আনোয়ার আলির লম্বা শট প্রতিহত করেন গোয়ার গোলরক্ষক কাট্টিমানি। তিনি বলটা ঠেলে দিলেও তা ডেভিডের সামনে চলে আসে। এরপর তিনি নিজের দায়িত্ব পালন করতে কোনও ভুল করলেন না। রেগুলেশন টাইমের পর আরও পাঁচ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। কিন্তু, শেষপর্যন্ত ইস্টবেঙ্গল আর কামব্যাক করতে পারেনি।