শেষ আপডেট: 19th November 2024 18:30
দ্য ওয়াল ব্যুরো : ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গলের পালে ক্রমশ হাওয়া লাগতে শুরু করেছে। অস্কার ব্রুজোঁ এই দলের দায়িত্ব গ্রহণ করার পর থেকেই পুরনো খোলনলচে একেবারে বদলে গিয়েছে। এবার সামনে হাইল্যান্ডার্স চ্যালেঞ্জ। আগামী ২৯ নভেম্বর নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি'র বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় কার্যত হুঙ্কার দিল লাল-হলুদ ব্রিগেড।
মঙ্গলবার ইস্টবেঙ্গল এফসি-র অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করা হয়েছে। সেই পোস্টে দলের খেলোয়াড়দের বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, 'ঘরের মাঠে তারকাখচিত রাতের অপেক্ষা আর করতে পারছি না। ২৯ নভেম্বর। হাইল্যান্ডার্সের বিরুদ্ধে লড়াই করতে আমরা প্রস্তুত।' এই পোস্ট ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বইতে শুরু করেছে কমেন্টের বন্যাও।
২০২৪-২৫ আইএসএল টুর্নামেন্টের শুরুটা ইস্টবেঙ্গল খুব একটা ভাল করতে পারেনি। প্রথম ৬ ম্যাচে তারা হারের ডবল হ্যাটট্রিক করেছিল। ইতিমধ্যে দলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাতও দায়িত্ব ছেড়ে দেন। একটা সময় দলের সমর্থকরাও চরম হতাশায় ভেঙে পড়েন।
এরপর অস্কার ব্রুজোঁর হাতে লাল-হলুদ ম্য়ানেজমেন্ট দায়িত্ব তুলে দেয়। আর সেইসঙ্গে ইস্টবেঙ্গল দলের শরীরী ভাষাও কার্যত ম্যাজিকের মতো বদলে যায়। যে দলটা টানা ৬ ম্যাচে পরাস্ত হয়েছে, তারাই এএফসি চ্যালেঞ্জ লিগে কোয়ার্টার ফাইনালের টিকিট কনফার্ম করে। এমনকী, আইএসএল টুর্নামেন্টেও মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে তারা ৯ জনের দল নিয়ে গোলশূন্য ড্র করে। এবার হাইল্যান্ডার্স 'চড়াই' তারা ডিঙোতে পারে কি না, সেটাই আপাতত দেখার।