শেষ আপডেট: 9th January 2025 16:55
দ্য ওয়াল ব্যুরো : হাতে আর খুব বেশি সময় নেই। শনিবাসরীয় ডার্বি ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি সেরে ফেলেছে ইস্টবেঙ্গল এফসি। গুয়াহাটি উড়ে যাওয়ার আগে সাংবাদিক বৈঠক করতে এসেছিলেন লাল-হলুদ ব্রিগেডের হেড কোচ অস্কার ব্রুজোঁ। এই ম্যাচের আগে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দিলেন তিনি।
একথা অস্বীকার করার জায়গা নেই যে আসন্ন ডার্বি ম্যাচের আগে ইস্টবেঙ্গলের তুলনা শক্তির বিচারে অনেকটাই এগিয়ে রয়েছে মোহনবাগান। গত ২ জানুয়ারি তারা হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে মেরিনার্সরা ৩-০ গোলে জয়লাভ করে।
অন্যদিকে, ইস্টবেঙ্গলের অবস্থা তুলনামূলকভাবে অনেকটাই খারাপ। গত ম্যাচে তারা মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। কলকাতার যুবভারতী স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে লাল-হলুদ ব্রিগেড ৩-২ গোলে পরাস্ত হয়। এটা যে ডার্বির মহারণের আগে ইস্টবেঙ্গলের কাছে একটা বড়সড় ধাক্কা, তা বলা যেতেই পারে।
এই ব্যাপারেই সাংবাদিক বৈঠকে অস্কার ব্রুজোঁকে প্রশ্ন করা হয়েছিল। জানতে চাওয়া হয়েছিল, আসন্ন ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল কি কোথাও পিছিয়ে থাকবে। কিন্তু, অস্কারের জবাব যথেষ্ট সাবলীল ছিল। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, 'এই ধরনের ম্যাচে আদৌ কি কোনও দল আন্ডারডগ হিসেবে খেলতে নামে? আমরা একেবারেই আন্ডারডগ নই। এই ম্য়াচে দুটো দলের কাছেই ফিফটি-ফিফটি সুযোগ থাকে।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'গত কয়েকটা ম্যাচে আমরা যথেষ্ট উন্নতি করেছি। মোহনবাগান শক্তিশালী হতে পারে, কিন্তু ওদেরও বেশ কিছু সমস্যা রয়েছে। ওদের উইংয়ে সমস্যা রয়েছে। বেশ কয়েকটা ম্য়াচে শেষ মুহূর্তের গোলে জয়লাভ করেছে। এই পরিস্থিতিতে আমরা কখনই নিজেদের আন্ডারডগ হিসেবে মানতে পারছি না।'
চলতি ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান আপাতত সুখের সময় কাটাচ্ছে। লিগ পর্যায়ের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। আপাতত তারা ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে, ইস্টবেঙ্গলের অবস্থা বেশ কঠিন। তারা ১৪ ম্যাচে মাত্র ১৪ পয়েন্টই সংগ্রহ করতে পেরেছে। গত ম্য়াচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে তারা ৩-২ গোলে পরাস্ত হয়েছে। এবার ডার্বির মহারণে কোন দলের মুখে শেষ হাসি দেখতে পাওয়া যায়, তারই অপেক্ষা করছে দুই দলের সমর্থকরা।