ইস্টবেঙ্গল এফসি-র সাংবাদিক বৈঠকে অস্কার ব্রুজোঁ এবং নন্দকুমার শেখর
শেষ আপডেট: 8th November 2024 18:56
দ্য ওয়াল ব্যুরো: শনিবার যুব ভারতীতে অনুষ্ঠিত বহু প্রতীক্ষিত মিনি ডার্বি। ইস্টবেঙ্গল মুখোমুখি হবে মহমেডানের সাথে। দুই দলই বেশকয়েক দিন পর আইএসএলে খেলতে নামবে। ইস্টবেঙ্গল তাঁরা এফসি চ্যালেঞ্জ কাপ খেলার পর আই এস এলে খেলতে নামবে। ইতিমধ্যেই সমর্থকদের একাংশ এই মিনি ডার্বি ম্যাচ নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েছে। দুই দলই আত্মবিশ্বাস তাঁদের জয় পাওয়া নিয়ে।
শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিল ইস্টবেঙ্গলের সাংবাদিক সম্মেলনে । এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কোচ অস্কার এবং নন্দকুমার শেখর। কোচ অস্কারের কাছে এইটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। তিনি জানান 'মহমেডান খারাপ দল নয়। আইএসএল প্রথম দল হয়ে খেলছে তাঁরা। তাঁদের দলে অনেক ম্যাচ জেতানোর প্লেয়ার আছে। আমরা তৈরি আছি। আমি আশা করব খেলার শেষে খেলার ফল আমাদের পক্ষেই হয়।'
লাল-হলুদ শিবিরে ডিফেন্স নিয়ে অনেক সমস্যা দেখা দিয়েছে। এই নিয়ে কোচ জানান 'অবশ্যই আমাদের ডিফেন্স নিয়ে আমাদের অনেক সম্যসা দেখা দিয়েছে। আমরা ডিফেন্স নিয়ে অনুশীলনে অনেক কাজ করেছি। এখন আমাদের ডিফেন্স নিয়ে আমি যথেষ্ট আত্মবিশ্বাসী। আশা করি, মাঠে তার ফল পাবো।'
তিনি আরও যোগ করেন, 'আমাদের দলে অনেক তরুণ ফুটবলার রয়েছে। আমি তাঁদের সুযোগ দিতে চাই। ওরা নিজেদের খেলাটা মেলে ধরুক। প্রত্যেকেই যথেষ্ট ভাল ছন্দে রয়েছে।'
সবশেষে সমর্থকদের জন্য তিনি বললেন, 'ডার্বি ম্য়াচে আমি যখন প্রথম এসেছিলাম, তখন লাল-হলুদ সমর্থকদের মাঠ ছাড়তে দেখেছিলাম। ৮৮-৯০ মিনিটের মাথায় এমন দৃশ্য আমার একেবারেই ভাল লাগেনি। আমার কাছে এটা যথেষ্ট বেদনাদায়ক ছিল। আগামীকাল আশা করছি, আমরা সেরা ফলাফল ছিনিয়ে আনতে পারব। তারপর আমরা সকলে জয় উদযাপন করব। এটা ইস্টবেঙ্গলের জন্য একটা নতুন যুগের সূচনা করবে।'
এই ম্য়াচে অনুশীলনের জন্য দুটো দলই পর্যাপ্ত সময় পেয়েছে। আশা করা যায়, দুটো দলের সমর্থকই এই ম্যাচটা উপভোগ করবে। কারণ পয়েন্ট তালিকায় দুই দলই তলানিতে রয়েছে। তবে এই ম্যাচের আগে আত্মবিশ্বাস আপাতত তুঙ্গে।