শেষ আপডেট: 23rd October 2024 12:17
দ্য ওয়াল ব্যুরো: কী হল ইস্টবেঙ্গল এফসি-র? টানা ৬ ম্যাচ হেরে তারা পয়েন্টস টেবিলের একেবারে নীচে দাঁড়িয়ে রয়েছে। বাংলার শতাব্দীপ্রাচীন এই ফুটবল ক্লাবের দুর্দশা দেখে সমর্থকরা রীতিমতো হতাশ হয়ে পড়েছেন।
অন্যদিকে, লাল-হলুদ ব্রিগেডের এই পারফরম্য়ান্স দেখার পর যারপরনাই বিরক্ত হলেন নতুন কোচ অস্কার ব্রুজোঁ? অন্তত লাল-হলুদ সমর্থকদের একাংশ তেমনটাই দাবি করছেন। কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গল হারার পর ব্রুজোঁ বলেছিলেন, এই দলটা মানসিকভাবে অনেকটাই পিছিয়ে রয়েছে। আর ওডিশার বিরুদ্ধে পরাজয়ের পর তাঁর মন্তব্য, 'এত সুযোগ মিস করল যে দেখেই খারাপ লাগছে।'
ব্রুজোঁর কথায়, 'এই ম্য়াচটা আমরা খুব একটা খারাপ খেলিনি। বেশ কয়েকটা গোল করার সুযোগও তৈরি করেছিলাম। ওডিশার সামনে আমরা প্রতিবন্ধকতা তৈরি করেছি। ওরা তিন থেকে চারটের বেশি পাস খেলতে পারছিল না। ফলে একটা সময় ওরা আমাদের ভুলের জন্যই অপেক্ষা করছিল।'
সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'এই ম্য়াচে আমরাই আধিপত্য বিস্তার করেছিলাম। তবে আমরা এতগুলো সুযোগ মিস করলাম, সেটা দেখেই খারাপ লাগছে। ওরা ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর, আমাদের কাজটা অনেকটাই কঠিন হয়ে গিয়েছিল। কারণ ওরা ম্যাচের গতি আরও কমিয়ে দিচ্ছিল। ওরা আমাদের ঘুম পাড়াতে চাইছিল।'
এই ম্যাচের শুরু থেকেই ওডিশা নিজেদের মানসিকতা স্পষ্ট করে দিয়েছিল। ২২ মিনিটে গোলের দরজা খুলে দিলেন রয় কৃষ্ণা। প্রথমার্ধের একেবারে অন্তিম লগ্নে (৪৫+২ মিনিট) ইস্টবেঙ্গলের হয়ে সমতা ফেরালেন দিয়ামান্তাকোস। আশা ছিল, দ্বিতীয়ার্ধে হয়ত মশালবাহিনী জ্বলে উঠতে পারবে। কিন্তু, হা হতস্মি! ৬৯ মিনিটে ওডিশার হয়ে জয়সূচক গোল করলেন মোর্তাদা ফল। তাঁর হেড আটকানোর সাধ্য ইস্টবেঙ্গল গোলকিপারের ছিল না।
নাটক তখনও বাকি ছিল। ৭৬ মিনিটে জাহুয়াকে বাজে ট্যাকল করার জন্য লাল কার্ড দেখলেন প্রভাত লাকরা। এরপর ৭৭ মিনিটে হলুদ কার্ড দেখানো হল ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁকেও। ম্যাচে আচমকাই হাওয়া গরম হয়ে ওঠে। যদিও শেষপর্যন্ত গোলসংখ্যায় এর কোনও প্রভাব পড়েনি।