শেষ আপডেট: 14th September 2024 16:37
দ্য ওয়াল ব্যুরো: রাগ এখনও কমেনি। গত মরশুমে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের থেকে তিন পয়েন্ট কেড়ে নিয়েছিল। ২০২৪-২৫ মরশুমে ফের মুখোমুখি এই দুটো দল। চলতি আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে সেই পুরনো বিতর্কই আরও একবার উসকে দিলেন 'প্রফেসর' কুয়াদ্রাত।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, শনিবার (১৪ সেপ্টেম্বর) শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব চলতি আইএসএল টুর্নামেন্টে যাত্রা শুরু করবে। তবে এই ম্যাচে খেলতে নামার আগে লাল-হলুদ ব্রিগেডের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত সাংবাদিক বৈঠকে হাজির হয়েছিলেন। সেখানেই কথায় কথায় উঠে এল গত মরশুমের বিতর্কিত সিদ্ধান্তের প্রসঙ্গ।
কুয়াদ্রাত বললেন, 'গত মরশুমে ওদের থেকে আমরা অনেক ভালো খেলেছিলাম। ফলে যোগ্য দল হিসেবেই তিন পয়েন্ট আমাদের প্রাপ্য ছিল। কিন্তু, শেষ পর্যন্ত তিনটে পয়েন্ট ওদের ঝুলিতেই চলে গেল। কারণ ওই ম্যাচের সহকারি আধিকারিক এবং সমর্থকরা যথেষ্ট সাহায্য করেছিল। আজও ওই ম্যাচের কথা আমার মনে পড়ে। আমার দল চোখ বন্ধ করে ম্যাচটা জিতছিল। কিন্তু, শেষমুহূর্তে কোথা থেকে কী হয়ে গেল। আমরা যথেষ্ট চাপে পড়ে গেলেন। তবে এবার আমরা আরও জোরদার লড়াইয়ের জন্য প্রস্তুত। তিন পয়েন্টের জন্য অবশ্যই ঝাঁপাব।'
তবে বেঙ্গালুরুকে একেবারে হালকাভাবে নিতে নারাজ কুয়াদ্রাত। তিনি বললেন, 'ওরা যথেষ্ট শক্তিশালী একটা দল। ভাল ভাল ফুটবলার ওদের দলে রয়েছে। ট্রান্সফার উইন্ডোতে ওরা যথেষ্ট ভালো কাজ করেছে। আশা করছি, গত মরশুমের তুলনায় এবারের বেঙ্গালুরু এফসি দল আরও শক্তিশালী হবে।'