শেষ আপডেট: 25th September 2024 19:06
দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা একেবারে ভাল করতে পারেনি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। প্রথম দুটো ম্যাচে তারা যথাক্রমে বেঙ্গালুরু এফসি এবং কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হেরে গিয়েছে। এই জোড়া পরাজয়ের কারণে ইস্টবেঙ্গলের রণনীতি নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
ইতিমধ্যে বুধবার (২৫ সেপ্টেম্বর) অনুশীলনে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। আগামী ম্যাচে গোয়া এফসি'র বিরুদ্ধে যে কোনও মূল্যে জয় ছিনিয়ে আনতেই হবে। কিন্তু, অনুশীলনে দেখা গেল না দলের তারকা ফুটবলার দিমিত্রিয়াস দিয়ামান্তাকোসকে।
প্রসঙ্গত, মঙ্গলবার একটি ঐচ্ছিক অনুশীলনের আয়োজন করেছিলেন ইস্টবেঙ্গল ফুটবল দলের কোচ কার্লেস কুয়াদ্রাত। সেই অনুশীলনেও আসতে পারেননি এই গ্রিক ফুটবলার। সূত্রের খবর, আপাতত জ্বরে ভুগছেন দিয়ামান্তাকোস। তবে শোনা গিয়েছিল যে বুধবার তিনি ঠিক অনুশীলনে নামবেন। কিন্তু, এদিনও তাঁর অনুপস্থিতি লাল-হলুদ সমর্থকদের চিন্তার পারদ বাড়াতে শুরু করেছে। যদিও ইস্টবেঙ্গলের বাকি ফুটবলাররা নিয়মিত অনুশীলন করেছেন।
গত মরশুমে কেরালা ব্লাস্টার্স দলে দিয়ামান্তাকোসের যে আগুন ফর্ম দেখতে পাওয়া গিয়েছিল, এবার সেই পারফরম্যান্সের ছিটেফোঁটা দেখতে পাওয়া যায়নি। তবে কার্লেস কুয়াদ্রাত মনে করছেন, দলের মধ্যে এখনও বোঝাপড়ার যথেষ্ট অভাব রয়েছে। কত তাড়াতাড়ি তাঁর দল কামব্যাক করতে পারে এবং চলতি টুর্নামেন্টে প্রথম জয়লাভ করতে পারে, সেটাই আপাতত দেখার।