শেষ আপডেট: 27th September 2024 22:10
দ্য ওয়াল ব্যুরো: আশা ছিল ইস্টবেঙ্গল এফসি ঘরের মাঠে অন্তত নিজেদের সম্মান রক্ষা করতে পারবে। কিন্তু, তেমন ছবি একেবারে দেখা গেল না। চলতি ইন্ডিয়ান সুপার লিগে লাল-হলুদ ব্রিগেড ৩-২ গোলে পরাস্ত হয়েছে। আর এই পারফরম্যান্স দেখার পর শুক্রবার সন্ধ্যায় কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে 'গো ব্যাক' কুয়াদ্রাত' রব উঠতে শুরু করেছে।
উঠবে নাই বা কেন? এবারের ইন্ডিয়ান সুপার লিগে কলকাতার তিনটে প্রধান ক্লাবই অংশগ্রহণ করেছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহমেডান। গত ২ ম্যাচের মধ্যে মোহনবাগান একটা ড্র করেছে এবং একটা জিতেছে। তার থেকেও বড় কথা, এই বছর মহমেডান প্রথমবার আইএসএল টুর্নামেন্ট খেলতে নেমে প্রথম তিনটে ম্যাচেই মধ্যেই একটা নিজেদের পকেটে পুরে ফেলেছে। কিন্তু, ইস্টবেঙ্গল এফসি এখনও পর্যন্ত একটাও ম্যাচ জিততে পারেনি। ড্র তো দুরের কথা, প্রতিটা ম্যাচই তারা হেরে গিয়েছে।
২০২৪-২৫ আইএসএল মরশুমে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের পারফরম্যান্স এখনও নজর কাড়তে পারেনি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। সেই ম্য়াচে তারা ১-০ গোলে পরাস্ত হয়। এরপর দ্বিতীয় ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও (১-২ গোলে) মাথায় তুলতে হয়েছিল হারের মুকুট। অবশেষে ঘরের মাঠে গোয়ার বিরুদ্ধে ৩-২ গোলে হেরে তারা হারের হ্যাটট্রিক পূর্ণ করে।
খুব স্বাভাবিকভাবেই এমন একটা অস্বস্তিকর পরিবেশে দলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাতের পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ২০২৪ সালের শুরুতেই কলিঙ্গ সুপার কাপ জেতার পর কুয়াদ্রাত লাল-হলুদ সমর্থকদের কাছে প্রফেসর হয়ে উঠেছিলেন। প্রায় ১২ বছর পর জাতীয় স্তরে কোনও ফুটবল টুর্নামেন্ট জয় করেছিল ইস্টবেঙ্গল। দলের কাছে অবশ্যই এটা একটা বড় প্রাপ্তি। কিন্তু, তারপর? তারপরের ঝুলিটা একেবারে শূন্য।
সম্প্রতি ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগান উঠলেও, শেষপর্যন্ত নর্থ-ইস্টের কাছে তারা হেরে যায়। লড়াইটা অবশ্যই স্পষ্ট। ইস্টবেঙ্গল সেখানেও মুখ থুবড়ে পড়েছিল। এবার ইন্ডিয়ার সুপার লিগেও সেই খারাপ পারফরম্যান্সের রেশ অব্যাহত। কয়েকদিন আগে কুয়াদ্রাত অভিযোগ করেছিলেন যে দলের ফুটবলারদের মধ্যে এখনও বোঝাপড়া ঠিকঠাক গড়ে ওঠেনি। তাই এমন ফলাফল হচ্ছে। কিন্তু, প্রশ্ন হল যে আর কবে ফুটবলররা একে অপরকে বুঝতে পারবে? আর কবে চলতি আইএসএলের প্রথম ম্যাচ জিততে পারবে ইস্টবেঙ্গল? সেই উত্তর বোধহয় স্বয়ং ঈশ্বরও জানেন না।