শেষ আপডেট: 26th October 2024 18:32
আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল এফসি-র যে শনির দশা লেগেছে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও তা কিছুটা হলেও কাটল। শনিবার (২৬ অক্টোবর) টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ে খেলতে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। প্রতিপক্ষ ভূটানেরই ফুটবল ক্লাব পারো এফসি। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা অনেকটাই বেশি হওয়ার কারণে ইস্টবেঙ্গলকে যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, তা আগেই আশঙ্কা করা হয়েছিল। অবশেষে সেই অজানা আশঙ্কাকে তারা জয় করল। পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক করল মাদিহ তালাল, দিয়ামান্তাকোসরা। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে শেষপর্যন্ত মশালবাহিনী ২-২ গোলে ড্র করল।
এই ম্য়াচের শুরু থেকেই ইস্টবেঙ্গলকে একেবারে আক্রমণাত্মক মেজাজে দেখতে পাওয়া যায়। বাঁদিক থেকে আক্রমণ তুলে আনলে সাউল ক্রেসপো। তিনি একটি লো ক্রস বাড়ান। বল যায় মাদিহ তালালের পায়ে। এই ফরাসি ফুটবলার সুবর্ণ সুযোগ ব্যবহার করলেন। বটম লেফট-কর্নার দিয়ে চমৎকার একটি ফিনিশ করলেন তিনি। আর সেইসঙ্গে ৫ মিনিটের মাথায় ইস্টবেঙ্গল ১-০ গোলে এগিয়ে যায়।
তবে লাল-হলুদের কপালে এই সুখ দীর্ঘস্থায়ী হয়নি। বক্সের মধ্যে আসান্তেকে কড়া ট্যাকল করলেন প্রভাত লাকরা। সঙ্গে সঙ্গে ম্যাচ রেফারি পারো এফসি-র পক্ষে পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক নিতে আসেন উইলিয়াম ওপোকু। তিনি বটম রাইট কর্নার দিয়ে বলটা লাল-হলুদের জালে জড়িয়ে দিলেন। ৮ মিনিটে সমতা ফেরাল পারো এফসি।
হাফটাইমের ঠিক আগে আবারও ইস্টবেঙ্গল দূর্গে আঘাত হানল পারো এফসি। কাউন্টার অ্যাটাকে তারা লাল-হলুদের রক্ষণকে চুরমার করে দেয়। অসম্ভব ক্ষিপ্রতায় দৌড় লাগালেন আসান্তে। ইস্টবেঙ্গল প্রহরী প্রভসুখন গিল তাঁকে আটকানোর জন্য় কিছুটা সামনে এগিয়ে এসেছিলেন। কিন্তু পারো এফসি-র এই ফরোয়ার্ড খানিকটা চিপ করে বলটা তুলে দেন। ৪৫+২ মিনিটে লিড নেয় ভূটানের এই ফুটবল ক্লাব।