শেষ আপডেট: 28th October 2024 13:13
দ্য ওয়াল ব্যুরো: টানা আট ম্যাচ হারের পর অবশেষে একটা ম্যাচ ড্র করতে পেরেছে ইস্টবেঙ্গল। ঝুলিতে এসেছে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। তবে এই পয়েন্ট নিয়ে একেবারে সন্তুষ্ট হতে পারেননি লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন যে এই দলটার মধ্যে সংহতির যথেষ্ট অভাব রয়েছে।
কথাটা অবশ্য তিনি খুব একটা ভুল বলেননি। ভূটানের ফুটবল ক্লাব পারো এফসি-র বিরুদ্ধে ড্র করলেও, ইস্টবেঙ্গল ডিফেন্সের অস্থিকঙ্কালসার চেহারাটা আরও একবার প্রকট হয়ে উঠেছিল। দিয়ামান্তাকোস গোলটি করার আগে লাল-হলুদ ডিফেন্ডাররা বেশ কয়েকটি হলুদ কার্ডও দেখে ফেলেছিলেন। বসুন্ধরা কিংসের বিরুদ্ধে আগামী ম্যাচে মশালবাহিনী ডিফেন্সের এই দুর্বলতা মেরামত করাই অস্কারের সামনে আপাতত বড় চ্যালেঞ্জ।
প্রসঙ্গত, এএফসি চ্যালেঞ্জ কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচ গত শনিবার খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি। এবারের ইন্ডিয়ান সুপার লিগে টানা ৬ ম্যাচ হেরে দলটার আত্মবিশ্বাস একেবারে তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতেও যে পারো এফসি-র বিরুদ্ধে শনিবাসরীয় ম্যাচে ড্র করেছে, তা দেখেই লাল-হলুদ সমর্থকরা কিছুটা স্বস্তি পেয়েছেন। এবার বসুন্ধরা কিংসের বিরুদ্ধে জয়ের সরণীতে ফিরতে পারে কি না, সেই আশাতেই সময় কাটাচ্ছেন ফ্যানেরা।
তবে বসুন্ধরা কিংস গত ম্যাচে যা পারফরম্য়ান্স করেছে, তা দেখার পর ইস্টবেঙ্গল ফুটবলাররা জয়ের ব্যাপারে অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। নেজমাহ এসসি-র বিরুদ্ধে বাংলাদেশের এই ফুটবল ক্লাব খেলতে নেমেছিল। কিন্তু, ০-১ ব্যবধানে তারা হেরে গিয়েছে। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলও যদি বসুন্ধরাকে হারাতে পারে, তাহলে অবশ্যই তা লাল-হলুদের 'অস্কার প্রাপ্তি' হবে।