শেষ আপডেট: 26th October 2024 22:15
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে লড়াকু ড্র করল ইস্টবেঙ্গল এফসি। ভূটানের পারো এফসি ক্লাবের বিরুদ্ধে তারা গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল। এই ম্যাচে শেষপর্যন্ত লাল-হলুদ ব্রিগেড ২-২ গোলে ড্র করল। ইস্টবেঙ্গলের হয়ে একটি করে গোল করলেন মাদিহ তালাল এবং দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। প্রথম ম্য়াচে ড্র করলেও সন্তুষ্ট নন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ। ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে এসে সেকথাই জানালেন তিনি।
অস্কারের কথায়, 'দলের এই পারফরম্য়ান্সে আমি একেবারে সন্তুষ্ট নই। ম্যাচের প্রথমার্ধে আমাদের একেবারে বোকা বোকা পেনাল্টি করেছি। এটা আমি একেবারেই মেনে নিতে পারি না। পাশাপাশি এই দলটার মধ্যে ফিটনেসেরও যথেষ্ট অভাব রয়েছে।' লাল-হলুদ ব্রিগেডের নয়া হেডস্যার যে পরোক্ষভাবে কার্লেস কুয়াদ্রাতের স্ট্র্যাটেজি নিয়েই প্রশ্ন তুললেন, সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
সেইসঙ্গে তিনি এও জানিয়েছেন যে একটা ম্য়াচ ড্র করে কোনও লাভ হবে না। তাঁর মন্ত্র একটাই, 'জয় চাই। টানা তিন-চারটে ম্য়াচ যদি একসঙ্গে জিততে না পারা যায়, তাহলে আখেরে কোনও লাভই হবে না।' আগামী ম্যাচে (২৯ অক্টোবর) বসুন্ধরা কিংসের বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। এই ম্যাচে জয় ছাড়া আর কিছুই ভাবছেন না অস্কার।
শনিবাসরীয় ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটা করেন ফরাসি মিডফিল্ডার মাদিহ তালাল। ৫ মিনিটের মাথায় ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। কিন্তু, তিন মিনিটের মধ্যে সেই গোল শোধ করেন ইভানস আসান্তে। পেনাল্টি কিক থেকে সমতা ফেরালেন তিনি।
৪৫+২ মিনিটে পারো এফসি-কে লিড দিলেন উইলিয়াম ওপোকু। কিন্তু, দ্বিতীয়ার্ধের একেবারে শেষবেলায় ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোলটি করলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। এই ড্রয়ের পাশাপাশি ইস্টবেঙ্গলের ঝুলিতেও ১ পয়েন্ট চলে এল।