শেষ আপডেট: 23rd September 2024 12:38
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪-২৫ আইএসএল মরশুমের শুরুটা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব একেবারে ভাল করতে পারেনি। প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে পরাজয়ের পর, গত রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও তারা ২-১ গোলে হেরে গিয়েছে। আর এই হারের পর কার্যত হতাশায় ভেঙে পড়লেন লাল-হলুদ ব্রিগেডের কোচ কার্লেস কুয়াদ্রাত। ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে তিনি বললেন, গোটা ম্যাচে ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো পারফরম্য়ান্স করেছে। কিন্তু, ৯০ মিনিট দাপট দেখালেও তারা তিনটে পয়েন্ট সংগ্রহ করতে পারল না।
কুয়াদ্রাত বললেন, 'দলের ছেলেদের জন্য আমার সত্যিই খুব খারাপ লাগছে। কারণ ভাল পারফরম্যান্সের পুরস্কার তারা পেল না। আমার মতে, তিনটে পয়েন্ট সংগ্রহ করার জন্য গোটা দল আপ্রাণ লড়াই করেছে। আমরা এই ম্যাচটা ২-০ গোলে জিততেই পারতাম। কিন্তু, শেষপর্যন্ত তেমনটা হয়নি।'
সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'এই ম্যাচটা যত শেষের দিকে এগিয়েছে, ততই আমাদের দল প্রবল চাপের মুখে পড়েছে। সেকারণেই আমরা আশানুরূপ ফলাফল করতে পারিনি। আমরা নিজেদের সেরা পারফরম্যান্সটা উজাড় করে দিয়েছিলাম। তবে শেষপর্যন্ত পয়েন্ট সংগ্রহ করতে পারিনি।'
কুয়াদ্রাতের কথায়, এই ম্যাচের সিংহভাগ রাশই ইস্টবেঙ্গল ফুটবল দলের হাতে ছিল। বিশেষ করে ৬০ মিনিটে পিভি বিষ্ণুর গোলের গোটা দল চাঙ্গা হয়ে ওঠে। তবে কেরালা ব্লাস্টার্স দ্রুত জবাব দেয়। নোয়াহ সাদাউই এবং কাওয়ামি পেপরাহের গোলে তারা তিনটে পয়েন্ট ছিনিয়ে নিয়ে যায়।
ইস্টবেঙ্গল দলের হেড কোচ বললেন, 'ভারতীয় ফুটবলে এমনটা ঘটতেই পারে। এই দেশে ফুটবলটা যথেষ্ট আবেগ দিয়ে খেলা হয়। এখানে অনেককিছু ঘটতে পারে।'
টানা ২ ম্যাচ হারের পরও কুয়াদ্রাত আশাবাদী যে তাঁর দল ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। আগামী ম্যাচে ইস্টবেঙ্গল আরও শক্তিশালী হয়ে কামব্যাক করবে।