শেষ আপডেট: 5th October 2024 14:41
দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিগে হারের হ্যাটট্রিক করে ফেলেছে ইস্টবেঙ্গল এফসি। দায়িত্ব ছেড়েছেন দলের প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাতও। আপাতত কাজ সামলানোর জন্য় লাল-হলুদ সিনিয়র ব্রিগেডের কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে বিনো জর্জকে।
এবারের কলকাতা ফুটবল লিগে বিনোর কোচিংয়ে ইস্টবেঙ্গল যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের সিনিয়র দলকেও যদি তিনি জেতাতে পারেন, তাহলেই ১৬ কলা পূর্ণ হবে। এবারের আইএসএল টুর্নামেন্টে কলকাতার তিন ফুটবল প্রধানই অংশগ্রহণ করেছে। এখনও পর্যন্ত মোহনবাগান এবং মহমেডান একটা করে ম্য়াচ জিততে পারলেও, ইস্টবেঙ্গলের ঝুলি এখনও পর্যন্ত শূন্য। লাল-হলুদ সমর্থরকরা আপাতত একটা ম্যাচ জেতার দিকে তাকিয়ে রয়েছে।
এই পরিস্থিতিতে কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছেন বিনো জর্জ। তিনি স্পষ্ট জানালেন, 'জামশেদপুর আমাদের ঘরের মাঠের মতোই। দুটো শহরের মধ্যে দুরত্বও যারপরনাই কম। আশা করছি, এই ম্যাচে লাল-হলুদ সমর্থকরা মাঠে উপস্থিত থাকবেন। আমরা যে কোনও মূল্যে তিনটে পয়েন্ট ঘরে তুলতে চাই। একথা বলব যে আমরা ঘরের মাঠে জামশেদপুরকে হারাতে চাই।'
এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল এফসি টানা ৫ ম্যাচে পরাস্ত হয়েছে। জামশেদপুরকে তাদের ঘরের মাঠে হারাতে হলে লাল-হলুদের রক্ষণভাগ আরও শক্তিশালী করতে হবে। চলতি আইএসএল মরশুমে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত একটাও ম্য়াচে ক্লিনশিট রাখতে পারেনি। এই পরিস্থিতিতে বিনো কি ইস্টবেঙ্গলের ভাগ্যের চাকা ঘোরাতে পারবেন? সেটাই আপাতত দেখার।