শেষ আপডেট: 4th October 2024 18:22
দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি ইস্টবেঙ্গলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন বিনো জর্জ। চলতি আইএসএল টুর্নামেন্টে লাল-হলুদকে জেতানোর গুরু দায়িত্ব তাঁর উপরে রয়েছে। শনিবার (৫ অক্টোবর) জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে লাল হলুদ ব্রিগেড।
স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত ইস্টবেঙ্গল দলের দায়িত্ব ছাড়ার পর এই প্রথম কোনও ম্যাচ খেলতে নামছে মশালবাহিনী। ইতিমধ্যে এই দলের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে সমর্থকরা প্রশ্ন তুলতে শুরু করেছেন। তার মধ্যে অন্যতম বিতর্কিত প্রশ্ন হল আনোয়ার আলি। গত মরশুমে সবুজ-মেরুন জার্সিতে আনোয়ার যে চোখ ধাঁধানো পারফরম্য়ান্স করেছিলেন, চলতি মরশুমে তার আভাস এখনও পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, আনোয়ার আলিকে দলে নিয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কোনও ভুল করল না তো?
এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল এফসি টানা ৫ ম্যাচে পরাস্ত হয়েছে। জামশেদপুরকে তাদের ঘরের মাঠে হারাতে হলে লাল-হলুদের রক্ষণভাগ আরও শক্তিশালী করতে হবে। চলতি আইএসএল মরশুমে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত একটাও ম্য়াচে ক্লিনশিট রাখতে পারেনি। যদিও দেশের অন্যতম সেরা ডিফেন্ডার আনোয়ার আলি তাদের দলেই রয়েছেন।
ইস্টবেঙ্গল ফুটবল দলে আনোয়ারের কেরিয়ার খুব একটা ভালভাবে শুরু হয়নি। ২৪ বছর বয়সি এই ডিফেন্ডার সম্প্রতি ম্যাচগুলোয় বেশ কয়েকটা ভুলভ্রান্তি করেছেন। তাঁর ভুলের কারণে গোলও হজম করতে হয়েছে লাল-হলুদ ব্রিগেডকে। ফুটবল বিশেষজ্ঞদের একাংশের ধারণা নতুন দলের সঙ্গে আনোয়ার এখনও পর্যন্ত সেভাবে খাপ খাওয়াতে পারেননি। আর শেষ দুটো ম্যাচে তো তাঁর দাপুটে পারফরম্য়ান্সও দেখতে পাওয়া যায়নি।
এত কিছুর পরও ইস্টবেঙ্গলের অন্তর্বর্তীকালীন হেড কোচ বিনো জর্জ কিন্তু আনোয়ারকে নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। তিনি মনে করেন, আগামী ম্যাচেই আনোয়ারের সেরা ফর্মটা দেখতে পাওয়া যাবে। শুক্রবার ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এসে বিনো জর্জ বললেন, 'আপনারা সকলেই জানেন যে জাতীয় ফুটবল দলের হয়ে আনোয়ার আলি ধারাবাহিকভাবে ভাল খেলছেন। ও যথেষ্ট ভাল মানের একজন ফুটবলার।'
সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'দলের সঙ্গে আনোয়ার এখন বেশ ভালভাবে খাপ খাইয়ে নিয়েছে। আমরা কোন স্টাইলে ফুটবল খেলি এবং ওর থেকে কী চাই, সেটা এবার আস্তে আস্তে বুঝতে পারছে। আপাতত আমরা পরের ম্য়াচের দিকেই তাকিয়ে রয়েছি।'