শেষ আপডেট: 9th November 2024 23:08
দ্য ওয়াল ব্যুরো: শনিবার মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে দুরন্ত পারফরম্য়ান্স করল ইস্টবেঙ্গল এফসি। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল। শেষপর্যন্ত ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ম্যাচের শেষে সকলেই ইস্টবেঙ্গল এফসিকে অকুণ্ঠ প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন।
আসলে ম্যাচের ৩০ মিনিটের মধ্যে জোড়া লাল কার্ড দেখে ইস্টবেঙ্গল ব্রিগেড। মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় নন্দকুমার শেখর এবং নাওরেম মহেশকে। এই পরিস্থিতিতে অনেকেই মনে করেছিলেন যে ন'জনের ইস্টবেঙ্গলকে সহজেই হারাতে পারবে সাদা-কালো ব্রিগেড। কিন্তু, মাঝমাঠ এবং রক্ষণভাগের দক্ষতায় মহমেডান একটাও গোল করতে পারেনি। বরং দিয়ামান্তাকোস এবং মাদিহ তালাল কয়েকটা সুযোগ তৈরি করলেও সাপোর্টের অভাবে ফিনিশ করতে পারলেন না।
এই ড্রয়ের পর অত্যন্ত খুশি ইস্টবেঙ্গল দলের অধিনায়ক সাউল ক্রেসপো বললেন, 'আমরা সকলেই জানি যে কতটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। দু'জন ফুটবলার কম নিয়েই গোটা ম্যাচটা আমাদের খেলতে হয়েছে। এই ড্র আমাদের কাছে ১ পয়েন্টের থেকে অনেকটাই বেশি।'
????️ "With two players less, this felt more than a point"@eastbengal_fc captain @SaulCrespo23 reflects on a fighting team performance in the #KolkataDerby! ????#EBFCMSC #ISL #LetsFootball #EastBengalFC #SaulCrespo | @JioCinema @Sports18 pic.twitter.com/UYwFgHnh7L
— Indian Super League (@IndSuperLeague) November 9, 2024
সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'এই ম্যাচে আমরা একটা পরিবারের মতো লড়াই করেছি। একটা দল হিসেবে লড়েছি। একবার ভেবে দেখুন, যদি দু'জন কম ফুটবলার নিয়েই আমরা এই লড়াইটা করতে পারি, তাহলে পূর্ণ শক্তির দল পেলে কতটা ভাল খেলতে পারব।'
প্রসঙ্গত, এই ম্যাচটা ড্র হলেও ইস্টবেঙ্গলের ঝুলিতে একটা পয়েন্ট এল। চলতি ইন্ডিয়ান সুপার লিগের গত ৬ ম্যাচে লাল-হলুদ ব্রিগেড একটাও ম্যাচ জিততে পারেনি। কিন্তু, অস্কার দায়িত্ব নিতেই যে গোটা দলের ভোল একেবারে বদলে গিয়েছে, তা অস্বীকার করা যায় না। প্রায় ১০০ মিনিট তারা দাঁতে দাঁত চেপে লড়াই করল। শেষপর্যন্ত হাল ছাড়ল না। এই নতুন ইস্টবেঙ্গল দলকে দেখে লাল-হলুদ সমর্থকরাও উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে।