শেষ আপডেট: 23rd October 2024 13:03
দ্য ওয়াল ব্যুরো: এবারের ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এফসি-র সময়টা খুব একটা ভাল যাচ্ছে না। প্রথম ৬ ম্যাচের মধ্যে তারা একটাতেও জিততে পারেনি। এই পরিস্থিতিতে সমর্থকদের কাছে প্লে-অফ কার্যত আকাশকুসুম স্বপ্ন হয়ে গিয়েছে। তবে এই চরম দুর্দিনেও আশা ছাড়তে নারাজ ইস্টবেঙ্গল দলের নয়া হেডস্যার অস্কার ব্রুজোঁ।
মঙ্গলবার (২২ অক্টোবর) ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওডিশা এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। এই ম্যাচে লাল-হলুদ ব্রিগেড ২-১ ব্যবধানে পরাস্ত হয়। দলের এই হারে ইস্টবেঙ্গল কোচ কিছুটা হতাশ হলেও এখনই প্লে-অফের আশা ছাড়ছেন না তিনি।
ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে এসে অস্কার ব্রুজোঁ বললেন, 'যদি এই টুর্নামেন্টের প্লে-অফে আমাদের উঠতে হয়, তাহলে চোখ বন্ধ করে শেষ ছয়ের মধ্যে আমাদের থাকতে হবে। আর শীর্ষ ৬ দলের মধ্যে থাকতে হলে, আমাদের খুব সম্ভবত ১০ ম্যাচে জিততে হবে।'
সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'অঙ্কের হিসেবে গোটা বিষয়টা দেখতে হলে, আমাদের হাতে আর ১৮ ম্যাচ বাকি রয়েছে। প্লে-অফের যোগ্যতা অর্জন করার জন্য আমাদের ১০ ম্যাচেই জিততে হবে। ফলে এখন থেকে আমাদের কোমর বেঁধে লড়াই করতে হবে। মরশুম তো সবেমাত্র শুরু হয়েছে।'
সবশেষে তিনি লাল-হলুদ সমর্থকদের আশ্বাস দিলেন, 'এই দলটার উপর বিশ্বাস রাখুন। খুব তাড়াতাড়িই আমরা কামব্যাক করব। ফলে এই দলটার পাশে থাকুন। আমরা জেতার জন্য আপ্রাণ চেষ্টা করছি।'