শেষ আপডেট: 25th October 2024 19:15
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান সুপার লিগে হারতে হারতে এমনিতেই দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে ইস্টবেঙ্গল এফসি-র। এবার এএফসি চ্যালেঞ্জ লিগের হাত ধরে তারা ঘুরে দাঁড়াতে চায়। এই কথা মাথায় রেখে শনিবার তারা ভূটানের ফুটবল ক্লাব পারো এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে।
গ্রুপ পর্যায়ের প্রথম তিনটে ম্যাচ শুরুর আগে লাল-হলুদ ব্রিগেডের অ্যাসিস্ট্যান্ট কোচ বিনো জর্জ কিন্তু জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। আইএসএল পয়েন্টস টেবিলে মশালবাহিনী একেবারে তলানিতে দাঁড়িয়ে থাকলেও, এএফসি চ্যালেঞ্জ লিগ তাদের সৌভাগ্যের চাকা ঘোরাতে পারে বলে মনে করেন তিনি।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠক করতে এসে বিনো জর্জ বললেন, 'এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে নামার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। এখানে আসতে পেরে আমরা গর্বিত।' ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের কাছে এই ম্যাচটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এশিয়ার অন্যতম প্রতিভাশালী ক্লাবের বিরুদ্ধে তারা নিজেদের ট্যালেন্ট উজাড় করার সুযোগ পাবে।
চলতি বছর কলিঙ্গ সুপার কাপ জয় করেছিল মশালবাহিনী। কিন্তু, ভূটানের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া ইস্টবেঙ্গলের পক্ষে খুব একটা সহজ হবে না। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটাই উপরে অবস্থিত থিম্পুর এই চাংলিমিথাং স্টেডিয়ামটি। সেক্ষেত্রে ম্যাচ চলাকালীন অক্সিজেনের একটা বড়সড় সমস্যা হতে পারে। তবে বিনো আশাবাদী তাঁর দল যাবতীয় প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। সেকারণেই তিনি বললেন, 'এই ম্যাচটা আমাদের কাছে কতটা চ্যালেঞ্জিং, তা আপনারা সকলেই জানেন। আমরা কখনও কৃত্রিম ঘাসের উপর খেলিনি। ফলে এটা তো হল একটা সমস্যা। আমাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সেটা ধরেই আমরা এগিয়ে যেতে চাই। আপাতত এটুকুই বলতে পারি।'
পাশাপাশি তিনি আরও যোগ করেন, 'প্রতিপক্ষ দলকে আমরা যথেষ্ট সম্মান করি। ওদের যথেষ্ট ভাল মানের ফুটবলার রয়েছে। আমি বিশ্বাস করি এই ম্যাচে ইস্টবেঙ্গল ফুটবলাররা গোল করতে পারবে। কোচের পরামর্শে আমরা নতুন স্টাইলে খেলার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এসব নিয়ে আমরা আপাতত ভাবছি না। প্রত্যেকটা দলের বিরুদ্ধেই আমাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। ফলে আমরা সেই পরিকল্পনা মতোই এগোনোর চেষ্টা করব।'