শেষ আপডেট: 8th November 2024 09:41
দ্য ওয়াল ব্যুরো: হাতে আর একেবারে সময় নেই। আগামী শনিবার (৯ নভেম্বর) আইএসএল টুর্নামেন্টে মিনি ডার্বি ম্যাচের আয়োজন করা হয়েছে। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল এফসি এবং মহমেডান স্পোর্টিংয়ের মধ্যে ধুন্ধুমার লড়াই দেখতে পাওয়া যাবে। লড়াই শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। তবে এই ম্যাচের টিকিট একেবারে বিনামূল্যেই চলে আসবে আপনার হাতে! কীভাবে? তাহলে বাকি প্রতিবেদনটা আপনাদের পড়তে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যাবেলা ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে, ক্লাবের যে সদস্যদের কাছে ২০২৪-২৫ মরশুমের মেম্বারশিপ কার্ড রয়েছে, একমাত্র তাঁরাই এই সুবিধা উপভোগ করতে পারবেন। শুক্রবার অর্থাৎ ৮ নভেম্বর বেলা ২টো থেকে এই টিকিট দেওয়া শুরু হবে। যাঁরা প্রথমে আসবেন, তাঁদেরই টিকিট দেওয়া হবে। স্টক শেষ হয়ে গেলে আর পাওয়া যাবে না।
এবারের আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত জয়ের খাতা খুলতে পারেনি। প্রথম হাফডজন ম্যাচে তারা হারের ডবল হ্যাটট্রিক করেছে। এরমধ্যে আবার দায়িত্ব ছেড়ে চলে গিয়েছেন প্রাক্তন লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত। তাঁর সিংহাসনে অস্কার ব্রুজোঁকে বসানো হয়েছে।
অস্কার দায়িত্ব গ্রহণ করার পর থেকেই লাল-হলুদ ব্রিগেডের ভোল একেবারে বদলে যায়। এএফসি চ্যালেঞ্জ লিগে তারা বসুন্ধরা কিংস এবং নেজমা এসসি-কে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কনফার্ম করে ফেলেছে। এই জয় আইএসএল টুর্নামেন্টেও যে আলাদা অক্সিজেনের কাজ করবে, সেটা নিঃসন্দেহে বলা যেতে পারে।