শেষ আপডেট: 7th December 2024 20:59
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে সুখের মুখ দেখতে শুরু করেছে ইস্টবেঙ্গল এফসি। তারা পয়েন্টস টেবিলের শেষ স্থান থেকে কিছুটা হলেও উপরের দিকে উঠে এসেছে। শনিবার (৭ ডিসেম্বর) চেন্নাইন এফসি-র বিরুদ্ধে তারা ২-০ গোলে জয়লাভ করেছে। আপাতত লিগ তালিকায় তারা ১১ নম্বরে দাঁড়িয়ে রয়েছে।
ইতিপূর্বে, শুক্রবারই (৬ ডিসেম্বর) মহমেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শীর্ষ চারে উঠে এসেছিল পঞ্জাব এফসি। নয়াদিল্লি জহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে সাদা-কালো ব্রিগেড ০-২ ব্যবধানে পরাস্ত হয়েছিল।
এই তালিকায় শীর্ষ দুটো দল সরাসরি সেমিফাইনালে উঠতে পারবে। আর তিন থেকে ছয় নম্বরের মধ্যে যে দলগুলো থাকবে, তাদের প্লে-অফের জন্য লড়াই করতে হবে।
তবে চেন্নাইন এফসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গল জয়লাভ করলেও একটা বড় ধাক্কা তাদের খেতে হয়েছে। খেলা চলাকালীন মারাত্মক চোট পেয়েছেন সাউল ক্রেসপো। শেষপর্যন্ত স্ট্রেচারে শুইয়ে তাঁকে মাঠ থেকে বের করতে হয়েছে।
ম্য়াচের ৫৬ মিনিটে একটি ফাউলের কারণে আচমকাই চোট পেয়েছেন ইস্টবেঙ্গলের এই স্প্যানিশ মিডফিল্ডার। এরপর তাঁকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার কিছুক্ষণ আগেই লাল-হলুদ ব্রিগেডের হয়ে প্রথম গোলের মঞ্চ প্রস্তুত করেছিলেন ক্রেসপো। ৫৪ মিনিটে পিভি বিষ্ণুর পা থেকে সেই গোলটা বেরিয়ে আসে।
ক্রেসপো এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের হয়ে চলতি মরশুমে ৯ ম্য়াচ খেলেছে। অস্কার ব্রুজোঁর আশা এই চোট হয়ত খুব একটা গুরুতর হবে না। আগামী বৃহস্পতিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ওডিশা এফসি-র বিরুদ্ধে খেলতে হবে ইস্টবেঙ্গলকে।