শেষ আপডেট: 6th January 2025 22:17
দ্য ওয়াল ব্যুরো : চলতি আইএসএল টুর্নামেন্টে জোর ধাক্কা খেল ইস্টবেঙ্গল এফসি। সোমবার (৬ ডিসেম্বর) তারা মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে লাল-হলুদ ব্রিগেড ২-৩ গোলে পরাস্ত হয়েছে। আর সেইসঙ্গে সুপার সিক্সে ওঠার রাস্তাও কার্যত বন্ধ হয়ে গেল মশালবাহিনীর সামনে। যদিও অঙ্কের বিচারে এখনও কিছুটা আশার আলো বেঁচে আছে।
প্রসঙ্গত, কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত এই ম্যাচে শুরু থেকেই অস্কার ব্রুজোঁর ছেলেরা বেশ অস্বস্তিতেই ছিল। যদিও শুরুর দিকে কিছুটা হলেও তারা প্রতিরোধ গড়ে তুলেছিল। কিন্তু, ৩৯ মিনিটে ইস্টবেঙ্গলকে প্রথম ধাক্কা দিলেন লালিয়ানজুয়ালা ছাংতে।
ব্রেন্ডন ফার্নান্ডেজের পা থেকে নিখুঁত একটি পাস এগিয়ে যায় ছাংতের দিকে। প্রথম টাচেই তিনি ইস্টবেঙ্গলের গোলরক্ষক প্রভসুখন সিং গিলকে পরাস্ত করেন। সঙ্গে সঙ্গে গোটা সল্টলেক স্টেডিয়ামে কার্যত শ্মশানের নীরবতা উপলব্ধি করা যায়।
মাত্র ৪ মিনিটের মধ্যে আরও একটি গোল মুম্বইয়ের। ৪৩ মিনিটে ইয়োএল ভ্যান নিয়েফ একটি থ্রু বল বাড়ান কারেলিসের দিকে। প্রথমে কারেলিসের বাঁ পায়ে একটি নিচু শট গিল বাঁচিয়েও দিয়েছিলেন। কিন্তু, ফিরে আসা বলে ফের শট নেন তিনি। আর সেইসঙ্গে আইল্যান্ডার্স ব্রিগেড ২-০ গোলে এগিয়ে যায়।
আশা ছিল, দ্বিতীয়ার্ধে হয়ত এই ম্যাচে স্বপ্নের কামব্যাক করতে পারবে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু, লাল-হলুদ সমর্থকদের সেই স্বপ্নও পূরণ হল না। ৬৬ মিনিটে সাহিল পানওয়ারের আত্মঘাতী গোলে কিছুটা হলেও লজ্জা কমল ইস্টবেঙ্গলের। কিন্তু, শেষরক্ষা হল না।
৮৩ মিনিটে মুম্বই সিটি এফসি-র হয়ে সমতা ফেরালেন ডেভিড। বটম লেফট কর্নার দিয়ে তিনি বলটা ইস্টবেঙ্গলের জালে জড়িয়ে দেন। আশা ছিল, এই পরিস্থিতি থেকে কিছু না হোক ম্যাচটা অন্তত ড্র করে তারা ফিরতে পারবে। অন্তত ১ পয়েন্ট হলেও তারা নিজেদের ঝুলিতে পুরতে পারবেন।
কিন্তু, লাল-হলুদ কফিনে শেষ পেরেকটি পুঁতে দিলেন সেই কারেলিস। এই ম্যাচে তিনি জোড়া গোল করলেন। ৮৭ মিনিটে তাঁর পা থেকে দ্বিতীয় গোলটা বিদ্যুতের মতো বেরিয়ে আসে। বক্সের ঠিক বাইরে থেকেই নাথান রডরিগস তাঁর দিকে একটি দুর্দান্ত থ্রু বল বাড়িয়েছিলেন। এরপর একটি বাঁকানো শটে তিনি লাল-হলুদ গোলকিপারকে পরাস্ত করেন।
এই ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলে ইস্টবেঙ্গল এখনও ১১ নম্বরেই দাঁড়িয়ে রয়েছে। ১৪ ম্যাচে তারা সংগ্রহ করেছে ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে। পরের ম্যাচ কলকাতা ডার্বি। ডার্বির আগে হায়দরাবাদকে ৩-০ গোলে হারিয়ে আপাতত টগবগে আত্মবিশ্বাসে ফুটছে মোহনবাগান সুপার জায়ান্ট। সেই জায়গায় ইস্টবেঙ্গলের এই হার যে তাদের অনেকটাই ব্যাকফুটে ঠেলে দেবে, সেটা আর আলাদা করে বলার দরকার নেই।