শেষ আপডেট: 7th January 2025 16:23
দ্য ওয়াল ব্যুরো : হাতে আর একেবারে বেশি সময় নেই। আগামী ১১ জানুয়ারি ফিরতি লেগের কলকাতা ডার্বি খেলতে নামবে কলকাতার দুই ফুটবল প্রধান। মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল। ইতিমধ্যে মঙ্গলবার (৭ জানুয়ারি) বড়সড় চমক দিল লাল-হলুদ ব্রিগেড। ভেনেজুয়েলার ফরোয়ার্ড রিচার্ড সেলিসকে তারা সই করিয়ে ফেলল।
প্রসঙ্গত, চলতি মরশুমের মাঝপথেই বড়সড় চোট পেয়েছিলেন ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার মাদিহ তালাল। সেকারণে গোটা মরশুম থেকেই তিনি ছিটকে গিয়েছেন। তালালের পরিবর্তে কোন বিদেশি মশালবাহিনীতে যোগ দেবেন, তা নিয়ে গত কয়েকদিন ধরেই জোর জল্পনা চলছিল। এই পরিস্থিতিতে রিচার্ডের আগমন লাল-হলুদ সমর্থকদের মুখের হাসি কিছুটা হলেও চওড়া করেছে।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, আগামী ডার্বি ম্যাচে আদৌ খেলতে নামবেন রিচার্ড সেলিস? মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁর 'ব্রহ্মাস্ত্র' হয়ে উঠবেন ভেনেজুয়েলার এই ২৮ বছর বয়সি ফুটবলার? সেইদিকে আপাতত তাকিয়ে রয়েছেন ইস্টবেঙ্গল সমর্থকরা।
লাল-হলুদ ব্রিগেডে যোগ দেওয়ার পর রিচার্ড বললেন, 'ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিয়ে আমি রোমাঞ্চিত। এই ক্লাবের ঐতিহ্যবাহী ইতিহাস এবং সমর্থকদের ব্যাপারে অনেক কথা শুনেছি। আমি নিজের কেরিয়ারে এক নতুন অধ্যায় যোগ করতে চলেছি। নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আমি মুখিয়ে রয়েছি। জয় ইস্টবেঙ্গল।'
চলতি আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল এখনও যথেষ্ট ব্যাকফুটেই দাঁড়িয়ে রয়েছে। ১৪ ম্যাচে তারা মাত্র ১৪ পয়েন্টই সংগ্রহ করতে পেরেছে। তার থেকেও বড় কথা, সুপার সিক্সে ওঠার রাস্তা তাদের সামনে ক্রমশ সংকীর্ণ হয়ে যাচ্ছে। এত কঠিন পরিস্থিতির মধ্যে রিচার্ডকে হয়ত ডার্বি ম্যাচে খেলার ঝুঁকি নেবেন না অস্কার। কারণ ভেনেজুয়েলার এই ফুটবলার কতটা ম্যাচ ফিট রয়েছেন, তার উপরেই গোটা বিষয়টা নির্ভর করছে। যদি ১০০ শতাংশ ম্যাচ ফিট থাকেন, তাহলে হয়ত রিজার্ভ বেঞ্চে দেখা যেতে পারে। তবে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই ব্যাপারে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।