শেষ আপডেট: 12th November 2024 20:16
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি খেলার ময়দানে রাজনীতির রং লেগেছে। এমনটাই দাবি করছেন বাংলার ফুটবল সমর্থকরা। ইতিপূর্বে, রাজনৈতিক নেতারা মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহমেডান ক্লাবকে সমর্থন করেছেন। কিন্তু, এবার সমর্থকদের ভাবাবেগে লাগানো হয়েছে রাজনীতির রং।
সম্প্রতি নৈহাটি উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সনৎ দে-র সমর্থনে ভিডিও বার্তা দিয়েছেন দেবব্রত সরকার (ইস্টবেঙ্গল), দেবাশিস দত্ত (মোহনবাগান) এবং মহম্মদ কামারউদ্দিন (মহমেডান স্পোর্টিং ক্লাব)। এই দ্বিচারিতা বাংলার ফুটবল সমর্থকরা একেবারে মেনে নিতে পারেননি।
মঙ্গলবার (১২ নভেম্বর) এই ঘটনার প্রতিবাদে তিন ক্লাবের সমর্থকরা একত্রিত হয়েছিলেন। গোষ্ঠ পাল মূর্তির পাদদেশে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেখানেই ইস্টবেঙ্গলের একজন সমর্থক তিন ক্লাব কর্তাকেই লাল কার্ড দেখিয়েছেন। সেই ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
আন্দোলনে সমর্থকদের মুখে একটাই কথা শুনতে পাওয়া যায়। ময়দান রাজনীতি চায় না। ইতিপূর্বে, গত ১৮ অগাস্ট মোহন-ইস্ট সমর্থকরা সল্টলেক স্টেডিয়ামের বাইরে নির্যাতিতার জন্য সরব হয়েছিলেন। ওই দিন কলকাতা ডার্বি আয়োজন করার কথা থাকলেও প্রশাসনিক সুরক্ষার কারণে ম্য়াচ বাতিল করে দেওয়া হয়। কিন্তু, সেই আন্দোলনেও কোনও রাজনীতির রং লাগতে দেওয়া হয়নি। ক্লাবকর্তাদের এমন কাজকর্মে সমর্থকরা যে হতাশ, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।