শেষ আপডেট: 28th December 2024 20:25
দ্য ওয়াল ব্যুরো : চলতি বছর দুর্দান্ত কামব্যাক করেছিল ইস্টবেঙ্গল এফসি। প্রথম ৬ ম্যাচে টানা হারের পর যেভাবে তারা ঘুরে দাঁড়িয়েছিল, তা সত্যিই প্রশংসনীয়। আশা ছিল, বছরের শেষ ম্যাচটাও তারা জিততে পারবেন। কিন্তু, পয়েন্ট টেবিলে তুলনামূলকভাবে নীচে থাকা হায়দরাবাদের কাছে আটকে গেল ইস্টবেঙ্গলের জয়যাত্রা। ১-১ গোলে শেষপর্যন্ত ম্যাচটা ড্র হল।
ম্যাচের প্রথমার্ধে কোনও দলই অবশ্য গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে জিকসন সিং লিড দেন ইস্টবেঙ্গলকে। দিয়ামান্তাকোসকে ট্যাকল করতে গিয়েছিলেন আলবা। কিন্তু, সেই ট্যাকল কিছুটা কড়া হয়ে যায়। তা রেফারির চোখ এড়ায়নি। বক্সের ঠিক বাইরেই ফ্রি-কিক পায় ইস্টবেঙ্গল।
ক্লেইটন সিলভা ফ্রি-কিক থেকে শট মারতে আসেন। কিন্তু, শটটা প্রথমে গোল পোস্টে প্রতিহত হয়ে ফিরে আসছিল। সেই ফিরে আসা বলে ফের শট মারেন জিকসন। অবশেষে ১-০ গোলে এগিয়ে যায় মশাল বাহিনী।
একটা সময় মনে হচ্ছিল যে শনিবাসরীয় (২৮ ডিসেম্বর) ম্যাচেও জয়লাভ করবে ইস্টবেঙ্গল। কিন্তু, ৯০ মিনিটে বদলে যায় যাবতীয় হিসেব। কোরেয়া বলটা বাড়িয়েছিলেন হায়দরাবাদের মনোজ মহম্মদের কাছে। রেগুলেশন টাইমের একেবারে শেষবেলায় তিনি রাইট বটম কর্নার দিয়ে বলটা ইস্টবেঙ্গলের জালে জড়িয়ে দেন।
আপাতত ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে ইস্টবেঙ্গল লিগ টেবিলে এগারো নম্বরেই দাঁড়িয়ে রইল। আর একধাপ নীচে হায়দরাবাদ। নতুন বছর লাল-হলুদ ব্রিগেডের জন্য কি ভাল বার্তা নিয়ে আসবে? সেই অপেক্ষাতেই আপাতত দিন কাটাচ্ছেন ইস্টবেঙ্গল সমর্থকরা।