শেষ আপডেট: 24th September 2024 12:37
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪-২৫ আইএসএল মরশুমে প্রথম ম্যাচ জিতল মোহনবাগান সুপার জায়ান্ট। সোমবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল। বৃষ্টিস্নাত এই ম্যাচে মেরিনার্সরা ৩-২ গোলে জয়লাভ করেছে। বাগানের এই জয়ের পিছনে দলের তরুণ ফুটবলার দীপেন্দু বিশ্বাসের অবদান অনস্বীকার্য। কারণ সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে প্রথম গোলটা তিনিই করেছিলেন।
ম্যাচ শেষে তিনি বললেন, 'হ্যাঁ, মোহনবাগানের হয়ে এটাই আমার প্রথম গোল। দলকে জেতাতে পেরে খুবই ভাল লাগছে। এতদিন ধরে ম্যাচ ড্র হচ্ছিল। অনেকদিন পর জিততে পেরে খুব ভাল লাগছে। আশা করছি, পরের ম্যাচেও আমরা এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারব।'
উল্লেখ্য, নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। ৪ মিনিটে নর্থ-ইস্টকে লিড দিয়েছিলেন মহম্মদ আলি। কিন্তু, ১০ মিনিটের মাথায় বাগান সমর্থকদের মুখে হাসি ফোটান দীপেন্দু। দিমিত্রি পেত্রাতোসের ফ্রি-কিক থেকে নিখুঁত একটি হেড করে গোল করলেন তিনি। নর্থ-ইস্টের গোলরক্ষক গুরমীত সিং কার্যত অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকল।
২৪ মিনিটের মাথায় ফের এগিয়ে যায় নর্থ-ইস্ট ইউনাইটেড। সৌজন্যে আলাদিন আজারাইয়ের গোল। জিতিনের বাড়নো পাস থেকে তিনি বাগানের তেকাঠি চিনতে ভুল করেননি। এরপর বাগানের হয়ে ফের সমতা ফেরালেন ক্যাপ্টেন শুভাশিস বসু। এই ম্যাচে পরিবর্ত ফুটবলার হিসেবে নেমেছিলেন জেসন কামিন্স। ৮৭ মিনিটে জয়সূচক গোলটা তিনিই করেন।
দীপেন্দু আরও যোগ করলেন, 'প্রতিটা ম্যাচে ক্লিনশিট বজায় রাখার লক্ষ্যেই আমরা মাঠে নামি। দলের ডিফেন্স যথেষ্ট ভাল। যাতে গোল না হজম করতে হয়, সেজন্য আমরা অনেক চেষ্টা করছি। নিজেদের ১০০ শতাংশ উজাড় করে দিচ্ছি। দল জিতেছে, এতেই আমি খুশি।'