শেষ আপডেট: 7th November 2024 19:01
দ্য ওয়াল ব্যুরো: শনিবার (৯ নভেম্বর) মহাযুদ্ধের অপেক্ষা করছে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন। মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি এবং মহামে চলতি আইএসএল পয়েন্ট টেবিলে দুটো দল একেবারে তলানিতে থাকলেও, এই ম্য়াচে সমর্থকদের আবেগের লড়াই যে দেখতে পাওয়া যাবে, তা বলাই বাহুল্য। গত ম্য়াচে মোহনবাগানের বিরুদ্ধে কার্যত উড়ে গিয়েছিল মহমেডান। এবার ইস্টবেঙ্গলকে হারিয়ে তারা কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেতে চায়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেশ চনমনে মেজাজেই অনুশীলন করল আন্দ্রে চেরনিশভের দল। কিন্তু, মার্কাস জোসেফের চোট কিছুটা হলেও চাপে রেখেছে ব্ল্যাক প্যান্থার্সদের। এদিন তিনি দলের সঙ্গে অনুশীলন করেননি। অনুশীলন চলাকালীন তাঁকে সাইড লাইনের ধারে হাঁটতে দেখা যায়। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তিনি যে খেলতে পারবেন না, সেকথা কার্যত বলা যেতে পারে।
এদিনের অনুশীলনে মহমেডান ফুটবলাররা নিজেদের মধ্যে প্রচুর পাস খেললেন। কর্নার এবং ক্রস পাসের উপরেও চেরনিশভ বাড়তি গুরুত্ব দিয়েছেন। খানিকক্ষণ আবার সেট-পিসের উপরেও জোর দেওয়া হয়।
অনুশীলন শেষে মহমেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস দ্য ওয়ালকে বললেন, 'জোসেফের চোটের কারণে ডিফেন্সে হয়ত কিছুটা সমস্যা হচ্ছে। কিন্তু, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আমরাই জয়লাভ করব। এই ম্য়াচটা জিততে পারলে, আমাদের সামনের রাস্তাটা অনেকটাই মসৃণ হয়ে যাবে।'
সেইসঙ্গে তিনি সমর্থকদের মাঠে এসে সাদা-কালো ব্রিগেডকে সাপোর্ট করার আবেদন করেন। বললেন, 'আপনারা মাঠে আসুন। দলের পাশে থাকুন। আপনারা পাশে থাকলেই দল ঘুরে দাঁড়াবে।'
অনুশীলন শেষে মহমেডান স্পোর্টিং ক্লাবের হেড কোচ আন্দ্রে চেরনিশভ ফুটবলারদের সঙ্গে বেশ খানিকক্ষণ কথা বলেন। আলাদা করে কথা বললেন ফ্লোরেন্ট এবং গোমেজের সঙ্গেও।