শেষ আপডেট: 6th November 2024 17:54
দ্য ওয়াল ব্যুরো: হাতে আর খুব বেশি সময় বাকি নেই। আগামী শনিবার (৯ নভেম্বর) মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। ইন্ডিয়ান সুপার লিগে দুটো দলের কাছেই এটা গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু, এই ম্য়াচে লাল-হলুদ জার্সিতে আদৌ দিমিত্রিয়স দিয়ামান্তাকোস খেলতে নামবেন কি না, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রসঙ্গত, মঙ্গলবার (৫ নভেম্বর) অনুশীলনে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি। সেইসময় দিমিকে হালকা জগিং করতে দেখা যায়। এই খবর প্রকাশ্যে আসতেই সমর্থকদের একাংশ বলতে শুরু করেন যে দিয়ামান্তাকোসের চোট বোধহয় সম্পূর্ণ সারেনি। সেকারণেই তিনি পুরোপুরি অনুশীলন করতে পারছেন না। আগুনের মতো ভাইরাল হয়ে যায় এই খবরটি।
যদিও লেটেস্ট আপডেট হল, বুধবার তিনি দলের সঙ্গে রীতিমতো অনুশীলন করলেন। অনেকটাই কেটেছে চোট আশঙ্কাও। ফলে মিনি ডার্বিতে দিমি যে নিশ্চিতভাবে খেলতে নামছেন, তা বলা যেতেই পারে।
২০২৪-২৫ আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত নজর কাড়তে পারেনি। হারের ডবল হ্যাটট্রিক করে তারা পয়েন্টস টেবিলের একেবারে নীচে দাঁড়িয়ে রয়েছে। তবে মহমেডান স্পোর্টিংয়ের অবস্থাও খুব একটা ভাল নয়। ইস্টবেঙ্গলের ঠিক উপরেই তারা একেবারে টিমটিম করছে। এই পরিস্থিতি যদি লাল-হলুদ ব্রিগেড কাজে লাগাতে পারে, তাহলে সমর্থকদের মুখে আবারও হাসি ফিরে আসবে।