শেষ আপডেট: 29th November 2024 20:04
দ্য ওয়াল ব্যুরো : ২০২৪-২৫ আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল প্রথম ৭ ম্য়াচে জয়লাভ করতে পারেনি। শুক্রবারের ম্য়াচে সেই খিদেটাই দেখতে পাওয়া যাচ্ছে লাল-হলুদ খেলোয়াড়দের মধ্যে। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নেমেছিল অস্কার ব্রুজোঁর দল। দিমি দিয়ামান্তাকোসের গোলে আপাতত ১-০ গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল।
ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গলকে বেশ চনমনে মেজাজে দেখতে পাওয়া যায়। ২৩ মিনিটে আসে সেই কাঙ্খিত গোল। মাদিহ তালালের বাড়ানো পাস থেকে বল পেয়েছিলেন এই গ্রিক ফরোয়ার্ড। এরপর নিখুঁত হেডে তিনি বিপক্ষের জালে বলটা জড়িয়ে দেন। এক্ষেত্রে অবশ্য গুরমিতের কিছু করার ছিল না।
এবারের আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল শুরুটা অবশ্য খুব একটা ভাল করতে পারেনি। প্রথম ৬ ম্য়াচের মধ্যে তারা একটাতেও জিততে পারেনি। হারের ডবল হ্যাটট্রিকের পাশাপাশি দায়িত্ব ছেড়েছিলেন প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাতও।
এই পরিস্থিতিতে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল অস্কার ব্রুজোঁর কাঁধে। তিনি দায়িত্ব গ্রহণ করার পরই গোটা দলের শরীরী ভাষা একেবারে বদলে যায়। এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার পাশাপাশি চলতি ISL টুর্নামেন্টেও গত ম্য়াচে মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ম্যাচ ড্র করেছিল।