শেষ আপডেট:
দ্য ওয়াল ব্যুরো: দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম সেরা বিদেশি ফুটবলার। ২০২৩-২৪ মরশুমে তিনি কেরালা ব্লাস্টার্সের হয়ে সোনার বুট অর্জন করেছিলেন। কিন্তু, ইস্টবেঙ্গল এফসি-তে যোগ দিতেই তাঁর সেই আগুন ফর্ম যেন নিভে নিয়েছে। একের পর এক ম্য়াচে গোল না পাওয়ার কারণে সমালোচকদের তোপের মুখেও পড়েছেন তিনি। অবশেষে মুখ খুললেন এই গ্রিক ফুটবলার।
দিয়ামান্তাকোস জানালেন, লাল-হলুদ ব্রিগেডে তাঁর যোগদানের পিছনে দলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাতের অবদান অনস্বীকার্য। কুয়াদ্রাত না থাকলে তিনি হয়ত এই ক্লাবে যোগও দিতেন না। বললেন, 'সবার আগে ইস্টবেঙ্গল দলের প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাতের সঙ্গে আমার কথা হয়েছিল। তারপরই এই দলের সঙ্গে আমার চুক্তি হয়। আমাদের আলোচনা যথেষ্ট ফলপ্রসূ হয়েছিল। এই ক্লাবের থেকে কুয়াদ্রাত ঠিক কী চান, সেটা আমাকে স্পষ্ট বুঝিয়েছিলেন। এরপর আমি ক্লাবের সঙ্গে কথা বলি।'
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'ওই সময় ইন্ডিয়ান সুপার লিগে আরও বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি আমাকে খেলার জন্য অফার দিয়েছিল। প্রাথমিক কথাবার্তা যথেষ্ট ভাল হয়েছিল। এরপর বেশ কয়েক দফা আলোচনা হয়। কেরালা ব্লাস্টার্সের হয়ে যে খেলব না, সেটা আগেই মনস্থির করে ফেলেছিলাম। ইস্টবেঙ্গলের সঙ্গে কথা বলার পর বিষয়টা একেবারে পাকা করে ফেলি।'
তিনি আরও বলেন, 'ইস্টবেঙ্গল আমাকে জানিয়ে ছিল যে আমাকে ওদের খুব দরকার। এই ক্লাবের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে আমি আগেই ওয়াকিবহাল ছিলাম। ওরা বলেছিল যে বড় কিছু করতে চায়। সেকারণেই আমি এই ক্লাবে যোগ দিয়েছিলাম।'