শেষ আপডেট: 6th November 2024 17:43
দ্য ওয়াল ব্যুরো: চলতি আইএসএল টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। আর এই দলের অন্যতম সেরা স্তম্ভ হলেন দিমিত্রি পেত্রাতোস। গত কয়েক মরশুমে তিনি বাগান সমর্থকদের হৃদয়ে একটা আলাদা জায়গা তৈরি করেছেন।
ইন্ডিয়ান সুপার লিগে মেরিনার্সদের হয়ে এখনও পর্যন্ত ৫২ ম্যাচ খেলেছেন পেত্রাতোস। এরমধ্যে তিনি ২৩ গোল করেছেন। আর ১৫টি গোল করার ক্ষেত্রে অ্যাসিস্ট করেছেন তিনি। এরমধ্যে বেশ কয়েকটি গোল আবার ছিল চোখ ধাঁধানো। ২০২২-২৩ মরশুমের ফাইনালে তিনি যে জোড়া গোল করেছিলেন, তা আজও মেরিনার্সদের মনে উজ্জ্বল হয়ে রয়েছে।
৩১ বছর বয়সি এই ফুটবলার সম্প্রতি ইন্ডিয়ান সুপার লিগের একটি বিশেষ অনুষ্ঠান 'ইন দ্য স্ট্যান্ডস'-য়ে এসেছিলেন। সেখানেই তিনি স্পষ্ট করেন, গত কয়েক মরশুমে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তাঁকে মোটা অঙ্কের আর্থিক অফার দিয়েছিল। কিন্তু, মোহনবাগান ছেড়ে অন্য কোনও ক্লাবে যোগ দিতে চান না বলেও জানান তিনি।
তিনি বললেন, 'চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত আমার কাছে একেবারেই কঠিন ছিল না। আমি স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম যে অন্য কোনও দলে সই করব না। আমি এই ক্লাবেই থাকতে চাই। এখানে আমি ফুটবল খেলাটা দুর্দান্তভাবে উপভোগ করছি।'
পাশাপাশি তিনি আরও যোগ করেছেন, 'আমি যখন ভারতে ছিলাম, তখন আমার মাথায় একটাই চিন্তা ছিল। আমি আদৌ ফুটবল খেলাটা উপভোগ করতে পারব কি না। কিন্তু, সেটা আমি আপাতত ১০০ শতাংশ করতে পারছি।'
দিমির কথায়, গোটা ফুটবল বিশ্বে বাগান সমর্থকরাই সেরা। বললেন, 'গোটা স্টেডিয়াম ভর্তি দর্শকদের সামনে আমি যখন খেলতে নামি, তখন একটা আলাদা অনুভূতি হয়। ভাল পারফরম্য়ান্স করে জয়লাভের পর সমর্থকদের মুখের হাসি আমার কাছে বাড়তি প্রাপ্তি। আমরা এশিয়ার সবথেকে বড় ডার্বিতে খেলি। এটা অসাধারণ একটা অভিজ্ঞতা।'